Thursday, October 1, 2009

যাবতীয় ক্ষমতা শুধুমাত্র আল্লাহরই



  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
যাবতীয় ক্ষমতা শুধুমাত্র আল্লাহরই



وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللّهِ أَندَاداً يُحِبُّونَهُمْ كَحُبِّ اللّهِ وَالَّذِينَ آمَنُواْ أَشَدُّ حُبًّا لِّلّهِ وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُواْ إِذْ يَرَوْنَ الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلّهِ جَمِيعاً وَأَنَّ اللّهَ شَدِيدُ الْعَذَابِ
আল্লাহ লে,
অনেক মানুষ এমন রয়েছে যারা অন্যান্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে এবং তাদের প্রতি তেমনি ভালবাসা পোষণ করে, যেমন আল্লাহর প্রতি ভালবাসা হয়ে থাকেকিন্তু যারা আল্লাহর প্রতি ঈমানদার তাদের ভালবাসা ওদের তুলনায় বহুগুণ বেশীআর কতইনা উত্তম হত যদি এ জালেমরা পার্থিব কোন কোন আযাব প্রত্যক্ষ করেই উপলব্ধি করে নিত যে, যাবতীয় ক্ষমতা শুধুমাত্র আল্লাহরই জন্য এবং আল্লাহর আযাবই সবচেয়ে কঠিনতর

يَا أَيُّهَا النَّاسُ أَنتُمُ الْفُقَرَاء إِلَى اللَّهِ وَاللَّهُ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ

আল্লাহ লে,
হে  মানব সন্তান! তোমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী! আর আল্লাহই একমাত্র অভাবশুন্য এবং সর্বগুণ সম্পন্ন


وَاذْكُرِ اسْمَ رَبِّكَ وَتَبَتَّلْ إِلَيْهِ تَبْتِيلًارَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ لَا إِلَهَ إِلَّا هُوَ فَاتَّخِذْهُ وَكِيلًا

আল্লাহ লে,
আপন প্রতিপালকের নাম নাও এবং সবাইকে বর্জন ক রে তার কাছে আত্নসমর্পন কর; তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের অধিপতি; তিনি ছাড়া আর কেউ আনুগত্য লাভের যোগ্য নয়; অতএব, তুমি এক মাত্র তাকেই নিজের সর্বময় ব্যবস্থাপক মেনে নাও


সুরা বাকারা-১৬৫; ফাতের-১৫; মুজাম্মেল-৯

Bangla reading problem visit:




be Organized by Holy Islam
O.H.I
For More Visit: