Tuesday, July 28, 2009

পোষাক-পরিচ্ছদ

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

পোষাক-পরিচ্ছদ


আল্লাহ বলেন,


হে আদম সন্তান! তোমাদের লজ্জা-স্থান ঢাকার ও বেশভুষার জন্য আমি তোমাদের পোষাক দিয়েছি, আর সর্বোত্তম হচ্ছে তাকওয়ার পোষাক

(আল কুরআন সুরা আরাফ-২৬)


তিনি তোমাদের জন্য ব্যবস্থা করেন বস্ত্রের, যা তোমাদের তাপ থেকে রক্ষা করে এবং তিনি তোমাদের জন্য ব্যবস্থা করেন বর্মের, যা তোমাদের যুদ্ধের সময় রক্ষা করে


(আল কুরআন সুরা নাহল-৮১)


আবু ইয়াকুব বর্ণনা করেন,


এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উমর(রা)-কে জিজ্ঞাসা করেন, আমি কি রকম কাপড় পরিধান করবো?


তিনি উত্তর দিলেন, এ রকম কাপড় পরো, যেনো বেওকুফ লোক তোমাকে দেখে তুচ্ছ মনে না করে এবং বিজ্ঞজন যেন আপত্তি না করে।


যাদে রাহ হাদীস নং-১০৮

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,


যে ব্যক্তি সক্ষম হওয়া সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টির জন্যই বিনয় নম্রতা স্বরুপ সুন্দর পোষাক পরিহার করে, কিয়ামতের দিন আল্লাহ সকল সৃষ্টির সামনে তাকে ডাকবেন, এমনকি তাকে ঈমানের (পোষাক বা) অলংকারসমুহ থেকে যেটি ইচ্ছা পরিধান করার এখতিয়ার দিবেন



(মুয়ায ইবনে আনাস (রা.) থেকে বর্ণিতরিয়াদুস সালেহীন; ২য় খন্ড অধ্যায় -৩ অনুচ্ছেদ ৪ হাদীস নং ৮০২)

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth