Friday, July 31, 2009

কথা ও কাজের অমিল

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

কথা ও কাজের অমিল


আল্লাহ বলেন,

তোমরা কেনো এমন কথা বলো যা নিজেরা করো না?

(সুরা সফ-০২)

আনাস (রা) হতে বর্ণিত;

তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি মিরাজের রাতে এ মন কিছু ব্যক্তিকে দেখেছি যাদের ঠোঁটগুলি আগুনের কাঁচি দ্বারা কেটে ফেলা হচ্ছিল; আমি জিবরীল (আ) কে জিজ্ঞেস করলাম;

এ সব লোক কারা?

তিনি বললেন

এরা আপনার উন্মতের খতীব (বক্তা) যারা মানুষকে নেক কাজের নির্দেশ দিতো আর নিজেদের ব্যাপারে উদাসীন থাকতো; অর্থাৎ বাস্তব জীবনে নিজেরা তা পালন করতো না.

(মিশকাত)

রাহে আমল ২য় খন্ড পৃষ্ঠা ৮৯

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth

Wednesday, July 29, 2009

নিজেকে দিয়ে দাওয়াতের কাজ শুরু করা

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

নিজেকে দিয়ে দাওয়াতের কাজ শুরু করা


একদা এক ব্যক্তি ইবনে আব্বাস(রা) র কাছে এসে বললেন; আমি দ্বীনের দাওয়াত অর্থাৎ আমর বিল মারুফ (সৎ কাজের আদেশ) এবং নাহী আনিল মুনকারের (অসৎ কাজের নিষেধ) কাজ করতে চাই;

তিনি বললেন তুমি কি উক্ত মর্যাদায় পৌছেছো?

তিনি বললেন হাঁ, আশা তো করি।

ইবনে আব্বাস (রা) বললেন,যদি তুমি মনে করো যে কোরআন মজীদের তিনটি আয়াত কর্তৃক তোমার অপমানিত হবার আশংকা নেই তাহলে অবশ্যই তুমি দ্বীনের দাওয়াতের কাজ করবে;

সে ব্যক্তি জিজ্ঞেস করলেন, আয়াত তিনটি কি? ইবনে আব্বাস (রা) বললেন

প্রথম আয়াতটি হলো

তোমরা কি লোকদেরকে ভাল কাজের নির্দেশ দিচ্ছো আর নিজেদের কথা বেমালুম ভুলে যাচ্ছো? (বাকারা-৪৪)

ইবনে আব্বাস (রা) বললেন, তুমি কি এ আয়াতের উপর ভালোভাবে আমল করছো?

তিনি বললেন, না।

তোমরা কেনো এমন কথা বলো যা নিজেরা করো না? (সুরা সফ-০২)

এ আয়াতের উপর কি তুমি যথাযথ আমল করছো?

তিনি বললেন, না।

শুয়াইব (রা) নিজ জাতিকে উদ্দেশ্য করে বলেছিলেন;

আমি যে সব খারাপ কাজ করতে তোমাদেরক্ব নিষেধ করছি সে সব কাজ আমি নিজে করবো এমন উদ্দেশ্য আমার নেই; বরং এমন কাজ হতে আমি অনেক দুরে থাকব এবং তোমরা আমার কথা ও কাজে কোন রুপ বেমিল দেখতে পাবে না (হুদ-৮৮)

ইবনে আব্বাস (রা) জিজ্ঞেস করলেন, এ আয়াতের উপর তুমি ভালোভাবে আমল করছো?

তিনি বললেন, না।

তখন ইবনে আব্বাস (রা) বললেন;

যাও সর্বপ্রথম নিজেকে সৎকাজের আদেশ দাও এবং খারাপ কাজ থেকে বিরত রাখো। এ হলো একজন মুবাল্লিগের জন্যে প্রথম সোপান।

(আদ দাওয়াত)

রাহে আমল ২য় খন্ড পৃষ্ঠা নং:৯০-৯২

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth

Tuesday, July 28, 2009

পোষাক-পরিচ্ছদ

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

পোষাক-পরিচ্ছদ


আল্লাহ বলেন,


হে আদম সন্তান! তোমাদের লজ্জা-স্থান ঢাকার ও বেশভুষার জন্য আমি তোমাদের পোষাক দিয়েছি, আর সর্বোত্তম হচ্ছে তাকওয়ার পোষাক

(আল কুরআন সুরা আরাফ-২৬)


তিনি তোমাদের জন্য ব্যবস্থা করেন বস্ত্রের, যা তোমাদের তাপ থেকে রক্ষা করে এবং তিনি তোমাদের জন্য ব্যবস্থা করেন বর্মের, যা তোমাদের যুদ্ধের সময় রক্ষা করে


(আল কুরআন সুরা নাহল-৮১)


আবু ইয়াকুব বর্ণনা করেন,


এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উমর(রা)-কে জিজ্ঞাসা করেন, আমি কি রকম কাপড় পরিধান করবো?


তিনি উত্তর দিলেন, এ রকম কাপড় পরো, যেনো বেওকুফ লোক তোমাকে দেখে তুচ্ছ মনে না করে এবং বিজ্ঞজন যেন আপত্তি না করে।


যাদে রাহ হাদীস নং-১০৮

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,


যে ব্যক্তি সক্ষম হওয়া সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টির জন্যই বিনয় নম্রতা স্বরুপ সুন্দর পোষাক পরিহার করে, কিয়ামতের দিন আল্লাহ সকল সৃষ্টির সামনে তাকে ডাকবেন, এমনকি তাকে ঈমানের (পোষাক বা) অলংকারসমুহ থেকে যেটি ইচ্ছা পরিধান করার এখতিয়ার দিবেন



(মুয়ায ইবনে আনাস (রা.) থেকে বর্ণিতরিয়াদুস সালেহীন; ২য় খন্ড অধ্যায় -৩ অনুচ্ছেদ ৪ হাদীস নং ৮০২)

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth


Monday, July 27, 2009

উপদেশ দানে বিরতি

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

উপদেশ দানে বিরতি


আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রা) প্রত্যেক বৃহস্পতিবার মানুষকে উপদেশ দিতেন;

এক ব্যক্তি নিবেদন করলো; হে আব্দুর রহমান! আমরা চাই আপনি প্রতিদিন নসীহত করুন; তিনি বললেন;

প্রতিদিন নসীহত করা হতে যে জিনিস আমাকে বিরত রেখেছে তা হলো ‘তোমাদের বিরক্তি’; আর তোমরা বিরক্ত হও তা আমি পছন্দ করিনা;

আমি বিরতি দিয়ে নসীহত করি; যেমন রাসুলুল্লাহ (সা) বিরতি দিয়ে আমাদের নসীহত করতেন; এ আশংকায় যেন আমরা বিরক্ত না হয়ে পড়ি

(বুখারী ও মুসলিম)

রাহে আমল ২য় খন্ড পৃষ্ঠা-৯৫

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth

Thursday, July 23, 2009

সূর্যগ্রহণ

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

সূর্যগ্রহণ


কাবীসা আল-হিলালী(রা) থেকে বর্ণিত;

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একবার সূর্যগ্রহণ হলো; ….এ সময় আমি তার সাথে ছিলাম; তিনি দুই রাক’আত সালাত আদায় করলেন এবং এর মধ্যে কিয়াম অত্যধিক দীর্ঘায়িত করলেন;পরে সালাত থেকে অবসর হলেন তখন সূর্য গ্রাস মুক্ত হয়ে গেছে;

অতঃপর তিনি বললেন, নিশ্চয় এগুলো হচ্ছে নিদর্শন, এর দ্বারা মহান আল্লাহ (বান্দাহদেরকে) ভীতি প্রদর্শন করেন; অতএব যখন তোমরা এটা দেখবে, তখন তোমরা এর পূর্বে সদ্য যে ফরজ (ফজর) সালাতটি পড়েছ তদ্রুপ সালাত পড়বে

সুনানে আবু দাঊদ হাদিস নং ১১৮৫

For details click below:


Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth

Wednesday, July 22, 2009

শবে মেরাজের হাকীকত

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

শবে মেরাজের হাকীকত


আল্লাহ বলেন,

‏سُبْحَنَ ٱلَّذِىٓ أَسْرَىٰ بِعَبْدِهِۦ لَيْلًۭا مِّنَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ إِلَى ٱلْمَسْجِدِ ٱلْأَقْصَا ٱلَّذِى بَرَكْنَا حَوْلَهُۥ لِنُرِيَهُۥ مِنْ ءَايَتِنَآ ۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْبَصِيرُ

পবিত্র ও মহামান্বিত আল্লাহ, যিনি তার বান্দাকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন, যার পারিপ্বার্শিকতাকে আমি (আগেই) বরকতপূর্ণ করে রেখেছিলাম, যেন আমি তাকে (দৃশ্য ও অদৃশ্য) কিছু দেখাতে পারি; (মুলতঃ) সর্বশ্রোতা ও সর্বস্রষ্টা তো স্বয়ং তিনিই।

(আল কুরআন সুরা বনী ঈসরাইল -১)


Details :


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth