السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
ওয়ালিমা (বিয়ের পরের ভোজ অনুষ্ঠান)
আনাস (রা) থেকে বর্ণিত;
রাসুলুল্লাহ (সা) আব্দুর রহমান ইবনে আওফ (রা)-এর শরীরে জা’ফরানের চিহ্ন দেখতে পেলেন;
রাসুলুল্লাহ (সা) বললেন, এটা কি?
তিনি বলেন, হে আল্লাহর রাসুল! আমি এক মহিলাকে বিবাহ করেছি;
তিনি জিজ্ঞেস করলেনঃ তাকে কি পরিমাণ মোহর দিয়েছ?
তিনি বলেন, আমি তাকে খেজুরের আঁটির সমপরিমাণ ওজনের স্বর্ণ দিয়েছি;
রাসুলুল্লাহ (সা) বললেন- ওয়ালিমার আয়োজন করো, যদিও তা একটিমাত্র ছাগল দ্বারা হয়;
Sunan Abu Daud Hadith 2109
আব্দুল আযীয ইবনে সুহাইব (রা) থেকে বর্ণিত;
তিনি বলেন,
আমি আনাস ইবনে মালিক (রা) কে বলতে শুনেছি রাসুলুল্লাহ (সা) তার স্ত্রী জয়নাব বিনতে জাহাশের ওয়ালিমা যেভাবে করেছেন তার চাইতে উত্তম বা পরিমাণে অধিক খাদ্য দিয়ে তার আর কোন স্ত্রীর ওয়ালিমা করেন নি;
রাবী আনাস ইবনে মালিককে জিজ্ঞেস করলেন, রাসুলুল্লাহ (সা) কি ধরণের খাবার দিয়ে ওয়ালিমা করেছিলেন?
আনাস ইবনে মালিক বললেন, প্রচুর পরিমাণে রুটি ও গোশত দিয়ে- যা লোকেরা তৃপ্তির সাথে খেয়েছিল।
Sahih Muslim Hadith 3368
Bangla reading problem visit:
http://unicodehelpcenter.blogspot.com/
be Organized by Holy Islam
O.H.I
For More Visit:
http://ohioftruth.blogspot.com/
http://www.youtube.com/user/TrueOHI
http://www.somewhereinblog.net/blog/ohioftruth