السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
দুর্দশাগ্রস্থদের সাহায্যে এগিয়ে আসা
যে লোক আল্লাহর রাস্তায় দান করল, আল্লাহ ভীতির নীতি অবলম্বন করল এবং ভালো কথাকে সত্য বলে গ্রহণ করল, তার জন্যই আমরা আরামদায়ক বস্তু সহজলভ্য করে দিব.
লাইল ৫-৭
আর সেই অগ্নিকুন্ডলী থেকে দূরে রাখা হবে সেই অতিশয় পরহেযগার ব্যক্তিকে যে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে নিজের ধনমাল দান করে;
তার উপর কারও এমন কোন অনুগ্রহ নেই, যার বদলা তাকে দিতে হবে; সে তো শুধু নিজের মহান শ্রেষ্ঠ প্রভুর সন্তোষ লাভের জন্য কাজ করে; তিনি অবশ্যই (তার প্রতি) সন্তুষ্ট হবেন
লাইল ১৭-২১
إِن تُبْدُواْ الصَّدَقَاتِ فَنِعِمَّا هِيَ وَإِن تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاء فَهُوَ خَيْرٌ لُّكُمْ وَيُكَفِّرُ عَنكُم مِّن سَيِّئَاتِكُمْ وَاللّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ
তোমরা যদি প্রকাশ্য দান কর, তবে তা ভালো এবং যদি তা গোপনে কর এবং অভাবগ্রস্থকে দাও, তবে তা তোমাদের জন্য আরো ভালো; আর তিনি তোমাদের পাপ মোচন করেন; তোমরা যা কর, আল্লাহ তা সবিশেষ অবহিত.
বাকারা ২৭১
قُل لِّلَّذِينَ كَفَرُواْ سَتُغْلَبُونَ وَتُحْشَرُونَ إِلَى جَهَنَّمَ وَبِئْسَ الْمِهَادُ
তোমরা কিছুতেই কল্যাণ লাভ করতে পার না, যতক্ষণ না তোমরা আল্লাহর পথে তোমাদের পছন্দনীয় বস্তু ব্যয় করবে; আর যা কিছু তোমরা ব্যয় কর, আল্লাহ সবিশেষ ওয়াকিফহাল.
আল ইমরান-১২
وعن عبدِ اللَّهِ بنِ مسعودٍ رضي اللَّه عنه قال : قالَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « لا حَسَدَ إِلاَّ في اثَنَتَيْنِ : رَجُلٌ آتَاهُ اللَّهُ مَالاً ، فَسَلَّطَهُ على هَلكَتِهِ في الحَقِّ . ورَجُلٌ آتَاه اللَّهُ حِكْمَةً فُهو يَقضِي بِها وَيُعَلِّمُهَا » متفقٌ عليه وتقدم شرحه قريباً .
রাসুলুল্লাহ (সা) বলেছেন,
দু’জন ছাড়া আর কারো সাথে ঈর্ষা করা যায় না।
I. যাকে আল্লাহ সম্পদ দান করেছেন এবং তাকে সত্য পথে তা ব্যয় করারও ক্ষমতা দান করেছেন;
II. যাকে আল্লাহ জ্ঞান দান করেছেন, যা দিয়ে সে সঠিক ফয়সালা করে এবং যা অন্যকে শিক্ষা দেয়.
Riyadus Salehin Hadith 571 Narrated by Abdullah Ibne Masud
Bangla reading problem visit:
http://unicodehelpcenter.
be Organized by Holy Islam
O.H.I
For More Visit:
http://ohioftruth.blogspot.
http://www.youtube.com/user/
http://www.somewhereinblog.