Tuesday, May 19, 2009

অর্থের ক্রম বৃদ্ধি

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

অর্থের ক্রম বৃদ্ধি


আল্লাহ বলেন,

‏إِنَّ ٱلَّذِينَ يَتْلُونَ كِتَبَ ٱللَّهِ وَأَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ وَأَنفَقُوا۟ مِمَّا رَزَقْنَهُمْ سِرًّۭا وَعَلَانِيَةًۭ يَرْجُونَ تِجَرَةًۭ لَّن تَبُورَ

لِيُوَفِّيَهُمْ أُجُورَهُمْ وَيَزِيدَهُم مِّن فَضْلِهِۚۦٓ إِنَّهُۥ غَفُورٌۭ شَكُورٌۭ

যারা আমার প্রদত্ত রিযিক (জীবিকা) থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তারা এমন একটি ব্যবসায়ের আশা রাখে, যাতে কোনক্রমেই লোকসানের সম্ভাবনা নেই; আল্লাহ তাদেরকে এর বিনিময়ে পুরোপুরি ফল প্রদান করবেন এবং মেহেরবানী করে তাদের কিছু বেশী দান করবেন.

(আল কুরআন সুরা ফাতির: ২৯-৩০)

وَمَآ ءَاتَيْتُم مِّن رِّبًۭا لِّيَرْبُوَا۟ فِىٓ أَمْوَلِ ٱلنَّاسِ فَلَا يَرْبُوا۟ عِندَ ٱللَّهِ ۖ وَمَآ ءَاتَيْتُم مِّن زَكَوٰةٍۢ تُرِيدُونَ وَجْهَ ٱللَّهِ فَأُو۟لَٓئِكَ هُمُ ٱلْمُضْعِفُونَ

তোমরা এই যে সুদ দাও মানুষের ধন-সম্পদ বৃদ্ধির আশায়, জেনে রাখ, আল্লাহর কাছে তা কখনও বৃদ্ধি লাভ করে না; তোমরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যাকাত বাবদ যে অর্থ দান করে থাক একমাত্র তার মধ্যেই ক্রমবৃদ্ধি হয়ে থাকে.

(আল কুরআন সুরা আর রুম: ৩৯)

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth