السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
শ্রমিকের অধিকার
আমি তোমার উপর কোনরুপ কঠোরতা করতে চাই না,কোন কঠিন ও দুঃসাধ্য কাজ তোমার উপর চাপাতেও চাই না ,আল্লাহ চাহে তো তুমি আমাকে সদাচারী হিসেবেই দেখতে পাবে
[সুরা ২৮ কাছাছ ২৭]
এবং তোমার যা কিছু করতেছিলে সে বিষয় আমি তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করব
[সুরা ১৬ নাহল ৯৩]
যে লোক বিশ্বাস ভঙ্গ করে-অর্পিত কাজ বা জিনিষ বিনষ্ট করে আল্লাহ তাকে ভালবাসেন না
[সুরা ৪ নিসা ১০৭]
তুমি যাকেই মজুর হিসেবে নিযুক্ত করবে, তার মধ্যে শক্তিমান ও বিশ্বাস ভাজন ব্যক্তিই সর্বাপেক্ষা উত্তম
[সুরা ২৮কাছাছ ২৬]
হযরত ইবনে উমর(রা) থেকে বর্ণিত;
রাসুলুল্লাহ (সা) বলেছেন,
তোমরা মজুরের শরীরের ঘাম শুকাবার আগে-ই মজুরী দিয়ে দিবে.
(ইবনে মাজাহ)
হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত;
রাসুলুল্লাহ (সা) বলেছেন,
আল্লাহ বলেছেন,
কিয়ামতের দিন তিন ব্যক্তির সাথে আমার ঝগড়া হবে
· (১) ঐ ব্যক্তি, যে আমার নামে চুক্তি করে তা ভঙ্গ করেছে
· (২) সেই ব্যক্তি, যে কোন মুক্ত মানুষকে বিক্রি করে তার মূল্য ভক্ষণ করেছে;
· (৩) সেই ব্যক্তি, যে মজুরের দ্বারা কাজ পুরোপুরি করিয়ে নিয়েছে কিন্তু কোন পারিশ্রমিক দেয় নি.
(বুখারী)
হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত;
রাসুলুল্লাহ (সা) বলেছেন,
তোমাদের চার-চাকরানী ও দাস-দাসীরা প্রকৃতপক্ষে তোমাদের ভাই. তাদেরকে আল্লাহ তায়ালা তোমাদের অধীনস্ত করেছেন;
সুতরাং আল্লাহ যার ভাইকে তার অধীন করে দিয়েছেন সে তার ভাইকে যেন তাই খাওয়ায় যা সে নিজে খায়,
তাকে পরিধান করায় যা সে নিজে পরিধান করে. আর তার সাধ্যের বাইরে কোন কাজ যেন তার উপর না চাপায়. একান্ত যদি চাপান হয়, তবে তা সমাধান করার ব্যাপারে তাকে সাহায্য করা উচিত.
(বুখারী, মুসলিম)
হযরত আলী (রা) থেকে বর্ণিত;
তিনি বলেন রাসুলুল্লাহ (সা) –এর সর্বশেষ বাণী ছিলো,
· (১) নামায,
· (২) যারা তোমাদের অধীন তাদের ব্যাপারে আল্লাহ কে ভয় করো.
(আল আদাবুল মুফরাদ)
রাসুলুল্লাহ (সা) বলেন,
তোমাদের কোন ভৃত্য যদি তোমাদের জন্য খাদ্য প্রস্তুত করে নিয়ে আসে তখন তাকে হাতে ধরে নিজের সঙ্গে খেতে বসাও,
সে যদি বসতে অস্বীকার করে তবু দুই এক মুঠি খাদ্য অন্ততঃ তাকে অবশ্যই খেতে দিবে; কারণ সে আগুনের উত্তাপ ও ধুম্র এবং খাদ্য প্রস্তুত করার কষ্ট সহ্য করেছে।
(তিরমিযী)
be Organized by Holy Islam
O.H.I
For More Visit:
http://ohioftruth.blogspot.com/
http://www.youtube.com/user/TrueOHI
http://www.somewhereinblog.net/blog/ohioftruth