السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
বৃষ্টির জন্য প্রার্থনা
আয়েশা(রা) বর্ণিত;
তিনি বলেন, লোকেরা এসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনাবৃষ্টির অভিযোগ করলো. তিনি একখানা মিম্বার স্থাপনের নির্দেশ দিলেন.
সুতরাং তা তার জন্য ঈদ্গাহে স্থাপন করা হলো এবং তিনি জনগণকে প্রতিশ্রতি দিলেন যে, তিনি তাদেরকেসহ সেখানে যাবেন.
আয়েশা (রা) বলেন, একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য উদিত হওয়ার পর বের হলেন ও মিম্বরে উপবিষ্ট হলেন এবং তাকবীর উচ্চারণ করে মহাপরাক্রমশালী আল্লাহর প্রশংসা করলেন.
অতঃপর বললেন- তোমরা তোমাদের দুর্ভিক্ষ ও অনাবৃষ্টির অভিযোগ করেছ; অথচ আল্লাহ তায়ালা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে, তোমরা তাঁকে ডাকো এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি তোমাদের ডাকে সাড়া দিবেন.
পরে তিনি বলেন- সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য, যিনি দয়ালু ও অতিশয় মেহেরবান, শেষ বিচারের দিনের অধিকারী. আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই. তিনি যা ইচ্ছা তাই করেন.
হে আল্লাহ! আপনিই আল্লাহ, আপনি ব্যতীত কোন ইলাহ নেই, আপনি ধনবান সম্পদশালী. আর আমরা হচ্ছি রিক্ত ও মুখাপেক্ষী. অতএব আমাদের প্রতি বর্ষণ করুন এবং যা কিছু নাযিল করবেন, তা দ্বারা আমাদের জন্য প্রবল শক্তি ও প্রত্যাশিত লক্ষ্যে পৌছার ব্যবস্থা করে দিন.
এরপর তিনি হস্তদ্বয় উত্তোলন করলেন এবং এত অধিক উত্তোলন করলেন যে, তার বগলের শুভ্রতা প্রকাশ হয়ে পড়লো.
পরে লোকজনের দিকে নিজ পৃষ্ঠ ফিরিয়ে দিলেন এবং চাদরখানা উল্টিয়ে নিলেন হস্তদ্বয় উত্তোলিত অবস্থায়.
এরপর তিনি লোকজনের দিকে ফিরে মিম্বার থেকে অবতরণ করে দুই রাকাত নামায পড়লেন.
এ সময় আল্লাহ তায়ালা এক খন্ড মেঘের আবির্ভাব ঘটালেন, যার মধ্যে গর্জন ও বিদ্যূৎ চমকাতে লাগলো এবং আল্লাহর ইচ্ছায় বৃষ্টি বর্ষিত হলো.
এমনকি তিনি মসজিদ পর্যন্ত আসতে না আসতেই পথঘাট পানিতে প্লাবিত হয়ে গেল. যখন লোকজনকে বাড়ি –ঘরের দিকে দৌড়াতে দেখলেন, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে হাসলেন যে, তাঁর মাড়ির দাঁত পর্যন্ত প্রকাশ পেল.
তিনি বললেন- আমি সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের উপর ক্ষমতাশীল এবং আমি আল্লাহর বান্দা ও তাঁর রাসুল.
Sunan of Abu-Dawood Hadith 1173 Narrated by Aisha, Ummul Mu'minin
Bangla reading problem visit:
http://unicodehelpcenter.blogspot.com/
The people complained to the Apostle of Allah (peace be upon him) of the lack of rain, so he gave an order for a pulpit. It was then set up for him in the place of prayer. He fixed a day for the people on which they should come out. Aisha said: The Apostle of Allah (peace be upon him), when the rim of the sun appeared, sat down on the pulpit, and having pronounced the greatness of Allah and expressed His praise, he said: You have complained of drought in your homes, and of the delay in receiving rain at the beginning of its season. Allah has ordered you to supplicate Him has and promised that He will answer your prayer. Then he said: Praise be to Allah, the Lord of the Universe, the Compassionate, the Merciful, the Master of the Day of Judgment. There is no god but Allah Who does what He wishes. O Allah, Thou art Allah, there is no deity but Thou, the Rich, while we are the poor. Send down the rain upon us and make what Thou sendest down a strength and satisfaction for a time. He then raised his hands, and kept raising them till the whiteness under his armpits was visible. He then turned his back to the people and inverted or turned round his cloak while keeping his hands aloft. He then faced the people, descended and prayed two rak'ahs. Allah then produced a cloud, and the storm of thunder and lightning came on. Then the rain fell by Allah's permission, and before he reached his mosque streams were flowing. When he saw the speed with which the people were seeking shelter, he (peace be upon him) laughed till his back teeth were visible. Then he said: I testify that Allah is Omnipotent and that I am Allah's servant and apostle.
be Organized by Holy Islam
O.H.I
For More Visit:
http://ohioftruth.blogspot.com/
http://www.youtube.com/user/TrueOHI
http://www.somewhereinblog.net/blog/ohioftruth