Wednesday, February 11, 2009

প্রতিশ্রুতি পূরণ

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

প্রতিশ্রুতি পূরণ


وَأَوْفُوا بِالْعَهْد إِنَّ الْعَهْدَ كَانَ مَسْؤُولاً

ِ

তোমরা ওয়াদা (প্রতিশ্রুতি) পূর্ণ করো; নিশ্চয় প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে.

(বনী ঈস্রাইল -৩৪)

And fulfill (every) covenant. Verily! The covenant will be questioned about.

يَأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ

كَبُرَ مَقْتًا عِندَ ٱللَّهِ أَن تَقُولُوا۟ مَا لَا تَفْعَلُونَ

হে ঈমানদারগণ! তোমরা যা করো না তা কেন বলো; তোমরা যা করো না তা বলা আল্লাহর কাছে অত্যন্ত অসন্তোষজনক.

সুরা সফঃ২-৩

O you who believe! Why do you say that which you do not do? Most hateful it is with Allâh that you say that which you do not do.

وعن عبدِ اللَّهِ بن عمرو بن العاص رضي اللَّه عنهما ، أنَّ رسول اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قال

أرْبع مِنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقاً خَالِصاً . ومنْ كَانَتْ فِيه خَصلَةٌ مِنْهُنَّ كانَتْ فِيهِ خَصْلَة مِن النِّفاقِ حَتَّى يَدَعَهَا : إذا اؤُتُمِنَ خَان ، وإذَا حدَّثَ كذَبَ ، وَإذا عَاهَدَ غَدَر ، وَإذا خَاصَم فَجَرَ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-

যার মধ্যে চারটি দোষ পাওয়া যাবে সে নিরেট মুনাফিক; যার মধ্যে চারটির কোন একটি পাওয়া যাবে তার মধ্যে মুনাফেকীর একটি অভ্যাস আছে, যাবত না সে তা বর্জন করে। সে গুলো হল-

1. তার কাছে আমানত রাখা হলে সে তার খেয়ানত করে;

2. সে কথা বললে মিথ্যা বলে;

3. সে ওয়াদা করলে তা ভংগ করে এবং

4. সে ঝগড়ায় লিপ্ত হলে অশ্লীন গালি-গালাজ করে.

(বুখারী ও মুসলিম)

(মর ইবনুল আস(রা.) থেকে বর্ণিত; রিয়াদুস সালেহীনঃ হাদীস নং-৬৯০)

Abdullah bin `Amr bin Al-`as (May Allah be pleased with him) reported:

The Messenger of Allah (PBUH) said,

"Four are the qualities which, when found in a person, make him a sheer hypocrite, and one who possesses one of them, possesses one characteristic of hypocrisy until he abandons it. These are: When he is entrusted with something, he betrays trust; when he speaks, he lies; when he promises, he acts treacherously; and when he argues, he behaves in a very imprudent, insulting manner.''
[Al-Bukhari and Muslim].

Riyad-Us-Saliheen Hadith No: 690

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth