Monday, February 23, 2009

ভিক্ষাবৃত্তি হচ্ছে ক্ষতস্বরুপ

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

ভিক্ষাবৃত্তি হচ্ছে ক্ষতস্বরুপ


The Prophet (peace be upon him) said:

Acts of begging are lacerations with which a man disfigures his face, so he who wishes may preserve his self-respect, and he who wishes may abandon it; but this does not apply to one who begs from a ruler, or in a situation which makes it necessary.

Sunan of Abu-Dawood Hadith 1635 Narrated by Samurah ibn Jundub

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

ভিক্ষাবৃত্তি হচ্ছে ক্ষতস্বরুপ; এর দ্বারা মানুষ তার মুখমন্ডলকে ক্ষতবিক্ষত করে; সুতরাং যার ইচ্ছা হয় সে তার মুখকে এ অবস্থায় রাখতে পারে; আর যে চায় তা পরিহারও করতে পারে; তবে তবে রাষ্ট্রপ্রধানের কাছে অথবা এমন দুস্থ-অসহায় যার নিকট চাওয়া ব্যতীত গত্যন্তর নেই, সে চাইতে পারে.

(সামুরা ইবনে জুনদুব(রা.)থেকে বর্ণিত; সুনান আবু দাঊদ হাদীস নং-১৬৩৫)

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth

Sunday, February 22, 2009

ইচ্ছা-আকাঙ্খা


السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

ইচ্ছা-আকাঙ্খা

عَنْ أَبِي مُحَمَّدٍ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى

اللهُ عَلَيْهِ وَسَلَّم "لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يَكُونَ هَوَاهُ تَبَعًا لِمَا جِئْتُ بِهِ".
حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ، رَوَيْنَاهُ فِي كِتَابِ "الْحُجَّةِ" بِإِسْنَادٍ صَحِيحٍ.

None can be a believer among you until he submits his desire to whatever I have brought

[From Kitabul Hujjah with authentic source]

আবূ মুহাম্মাদ আব্দুল্লাহ্ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু 'আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন- রাসূল সাল্লাল্লাহু আল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

তোমাদের মধ্যে কেউই ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না, যতক্ষণ না আমি যা এনেছি তার প্রতি তার ইচ্ছা-আকাঙ্খা অনুগত না হয়ে যায়

[কিতাবুল হুজ্জাহ্ থেকে শুদ্ধ প্রমানের সাথে বর্ণনাকৃত]


Monday, February 16, 2009

Do not submit yourself to the demand of your soul.

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

প্রবৃত্তির কাছে অক্ষম না হওয়া


The Prophet (peace be upon him) said:

Hands are of three types:

· Allah's hand is the upper one;

·the bestower's hand is the one near it;

·the beggar's hand is the lower one.

So bestow what is surplus, and do not submit yourself to the demand of your soul.

Sunan of Abu-Dawood Hadith 1645 Narrated by Malik ibn Nadlah

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

হাত তিন প্রকার.

·আল্লাহর হাত সবার উপরে,

·দানকারীর হাত তার নীচে এবং

·ভিক্ষার হাত সর্বনিম্নে.

সুতরাং তুমি প্রয়োজনের অতিরিক্ত যা তা দান করো এবং নফসের (প্রবৃত্তির) কাছে অক্ষম হয়ো না.

(মালেক ইবনে নাদলা(রা.)থেকে বর্ণিত; সুনান আবু দাঊদ হাদীস নং-১৬৪৫)

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth

Sunday, February 15, 2009

ভিক্ষাবৃত্তি নিন্দনীয়

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

ভিক্ষাবৃত্তি নিন্দনীয়


Narated By AbuHurayrah :

The Prophet (peace be upon him) said:

If one who is afflicted with poverty refers it to me, his poverty will not be brought to an end; but if one refers it to Allah, He will soon give him sufficiency, either by a speedy death or by a sufficiency which comes later.

Sunan of Abu-Dawood Hadith 1641 Narrated byAbdullah ibn Mas'ud

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার দারিদ্রতা তাকে মানুষের দুয়ারে নামিয়েছে, তার ক্ষুধা কখনো বন্ধ হবে না. আর যে আল্লাহর দুয়ারে নেমেছে (স্মরণাপন্ন হয়েছে) অচিরেই আল্লাহ তাকে অমুখাপেক্ষী করে দিবেন, হয়ত তাড়াতাড়ি মৃত্যূর দ্বারা অথবা সহসা সম্পদশালী বানিয়ে.

(ইবনে মাসঊদ(রা.)থেকে বর্ণিত; সুনান আবু দাঊদ হাদীস নং-১৬৪১)

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth

Thursday, February 12, 2009

মৃত ব্যক্তির প্রশংসা করা

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

মৃত ব্যক্তির প্রশংসা করা


Narated By AbuHurayrah :

People with a bier passed by the Apostle of Allah (pbuh). They (the companions) spoke highly of him.

He said: Paradise is certain for him.

Then some people with another (bier) passed by him. They spoke very badly of him.

He said: Hell is certain for him.

He then said: Some of you are witness to others.

Book 014, Hadith Number 3227.

------------------------------

লোকেরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একটি লাশ নিয়ে যাচ্ছিলো; তারা তার উত্তম প্রশংসা করলো;

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন- জান্নাত তার জন্য ওয়াজিব (অবধারিত) হয়েছে;

অতঃপর লোকেরা তার সামনে আর একটি লাশ নিয়ে গেলো; তারা তার সম্পর্কে খারাপ মন্তব্য করলো;

তিনি বললেন- জাহান্নাম তার জন্য ধাআর্য হয়ে গেছে;

তারপর তিনি বললেন- তোমাদের পরস্পর পরস্পরের বিরুদ্ধে সাক্ষী হবে.

(বু হুরায়রা(রা.) থেকে বর্ণিত; সুনান আবু দাঊদ হাদীস নং-৩২২৭)

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth

Wednesday, February 11, 2009

প্রতিশ্রুতি পূরণ

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

প্রতিশ্রুতি পূরণ


وَأَوْفُوا بِالْعَهْد إِنَّ الْعَهْدَ كَانَ مَسْؤُولاً

ِ

তোমরা ওয়াদা (প্রতিশ্রুতি) পূর্ণ করো; নিশ্চয় প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে.

(বনী ঈস্রাইল -৩৪)

And fulfill (every) covenant. Verily! The covenant will be questioned about.

يَأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ

كَبُرَ مَقْتًا عِندَ ٱللَّهِ أَن تَقُولُوا۟ مَا لَا تَفْعَلُونَ

হে ঈমানদারগণ! তোমরা যা করো না তা কেন বলো; তোমরা যা করো না তা বলা আল্লাহর কাছে অত্যন্ত অসন্তোষজনক.

সুরা সফঃ২-৩

O you who believe! Why do you say that which you do not do? Most hateful it is with Allâh that you say that which you do not do.

وعن عبدِ اللَّهِ بن عمرو بن العاص رضي اللَّه عنهما ، أنَّ رسول اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قال

أرْبع مِنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقاً خَالِصاً . ومنْ كَانَتْ فِيه خَصلَةٌ مِنْهُنَّ كانَتْ فِيهِ خَصْلَة مِن النِّفاقِ حَتَّى يَدَعَهَا : إذا اؤُتُمِنَ خَان ، وإذَا حدَّثَ كذَبَ ، وَإذا عَاهَدَ غَدَر ، وَإذا خَاصَم فَجَرَ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-

যার মধ্যে চারটি দোষ পাওয়া যাবে সে নিরেট মুনাফিক; যার মধ্যে চারটির কোন একটি পাওয়া যাবে তার মধ্যে মুনাফেকীর একটি অভ্যাস আছে, যাবত না সে তা বর্জন করে। সে গুলো হল-

1. তার কাছে আমানত রাখা হলে সে তার খেয়ানত করে;

2. সে কথা বললে মিথ্যা বলে;

3. সে ওয়াদা করলে তা ভংগ করে এবং

4. সে ঝগড়ায় লিপ্ত হলে অশ্লীন গালি-গালাজ করে.

(বুখারী ও মুসলিম)

(মর ইবনুল আস(রা.) থেকে বর্ণিত; রিয়াদুস সালেহীনঃ হাদীস নং-৬৯০)

Abdullah bin `Amr bin Al-`as (May Allah be pleased with him) reported:

The Messenger of Allah (PBUH) said,

"Four are the qualities which, when found in a person, make him a sheer hypocrite, and one who possesses one of them, possesses one characteristic of hypocrisy until he abandons it. These are: When he is entrusted with something, he betrays trust; when he speaks, he lies; when he promises, he acts treacherously; and when he argues, he behaves in a very imprudent, insulting manner.''
[Al-Bukhari and Muslim].

Riyad-Us-Saliheen Hadith No: 690

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth

Saturday, February 7, 2009

Recite Qur'an over dying men

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

মৃত্যূপথযাত্রীর কাছে কোরআন পাঠ


The Prophet (peace be upon him) said: Recite Surah Ya-Sin over your dying men.

Sunan of Abu-Dawood Hadith 3115Narrated by Ma'qil ibn Yasar

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মৃত (মুমূর্ষ) ব্যক্তিদের কাছে তোমরা সুরা ইয়াসীন পাঠ ক রো .

(মাকিল ইবনে ইয়াসার থেকে বর্ণিত,সুনান আবু দাঊদ হাদীস নং-৩১১৫)

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

Wednesday, February 4, 2009

Life Style

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

জীবন দর্শন


وعن ابن مسعُودٍ رضيَ اللَّه عنه قال

خَطَّ النَّبِيُّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم خَطًّا مُرَبَّعاً

وخَطَّ خَطًّا في الْوَسَطِ خَارِجاً منْهُ ، وَخَطَّ خُططاً صِغَاراً إِلى هَذَا الَّذِي في الوَسَطِ مِنْ جَانِبِهِ الَّذِي في الوَسَطِ

فَقَالَ

هَذَا الإِنسَانُ ، وَهَذَا أَجَلُهُ مُحِيطاً بِهِ أو قَد أَحَاطَ بِهِ وَهَذَا الَّذِي هُوَ خَارِجٌ أَمَلُهُ وَهَذِهِ الُخطَطُ الصِّغَارُ الأَعْراضُ

فَإِنْ أَخْطَأَهُ هَذَا ، نَهَشَهُ هَذا

وَإِنْ أَخْطَأَهُ هَذا نَهَشَهُ هَذا


রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি বর্গক্ষেত্র আঁকলেন, তার মাঝ বরাবর আরেকটি সরলরেখা টানলেন যা বর্গক্ষেত্র ভেদ করে বাইরে চলে গেল..

তিনি মধ্যবর্তী এ রেখাটির সাথে যুক্ত আরো কতগুলো ছোট ছোট সরলরেখা (আড়াআড়িভাবে) টানলেন, তারপর বললেন, এটা হল মানুষ এবং এটা তার মৃত্যূ যা তাকে বেষ্টন করে আছে..

(বর্গক্ষেত্র ভেদ করে) বাইরে বেরিয়ে যাওয়া রেখাটুকু হচ্ছে তার আশা-আকাংখা. ছোট ছোট রেখাগুলো হল তার জীবনের বিপদ-আপদ..

একটি বিপদ থেকে ছুটতে পারলে অপর বিপদ এসে তাকে খামচাতে থাকে. আবার দ্বিতীয়টি থেকে রেহাই পেলে তৃতীয়টি তাকে নিস্পেষিত করে. (বুখারী)

(আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রা.) থেকে বর্ণিত; রিয়াদুস সালেহীনঃ২য় খন্ড;অনুচ্ছেদঃ৬৪,হাদীস নং-৫৭৭)

Ibn Mas`ud (May Allah be pleased with him) reported:

The Prophet (PBUH) drew up a square and in the middle of it he drew a line, the end of which jutted out beyond the square. Further across the middle line, he drew a number of smaller lines.

Then he (PBUH) said, "The figure represents man and the encircling square is the death which is encompassing him. The middle line represents his desires and the smaller lines are vicissitudes of life. If one of those misses him, another distresses him, and if that one misses him, he falls victim to another.''
[Al-Bukhari].

Riyad-Us-Saliheen Hadith No: 577

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam

O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI