Saturday, January 24, 2009

ভয় ও আশা একত্র হওয়া

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

ভয় ও আশা একত্র হওয়া


وعن أبي هريرة . رضي اللَّه عنه ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قال : « لَوْ يَعْلَمُ المُؤْمِنُ مَا عِنْدَ اللَّهِ مِنَ العُقُـوبَةِ . ما طَمِعَ بجَنَّتِهِ أَحَدٌ ، وَلَوْ يَعْلَمُ الكافِرُ مَا عِنَد اللَّهِ مِنَ الرَّحْمَةِ ، مَا قَنطَ مِنْ جنَّتِهِ أَحَدٌ » رواه مسلم .


Abu Hurairah (May Allah be pleased with him) reported: Messenger of Allah (PBUH) said,

"If a believer had full knowledge of the chastisement of Allah, none would covet His Jannah; and were an infidel to know the Mercy Allah has, none would despair of His Jannah".
[Muslim].


আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত,

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

ঈমানদার যদি আল্লাহর আযাব সম্পর্কে পুরোপুরি অবহিত থাকতো, তবে কেউ তার জান্নাতের লোভ করত না (বরং আল্লাহর আযাব বা জাহান্নাম থেকে বাচতে চাইত); আর কাফেররা যদি আল্লাহর রহমত সম্পর্কে পুরোপুরি জানতো, তাহলে কেউ তার জান্নাত থেকে নিরাশ হত না.

Riyad-Us-Saliheen Hadith No: 443


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://www.youtube.com/user/TrueOHI