দৈনন্দিন পথনির্দেশিকা
সম্পদের হিসাব দাখিল
একবার দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক (রা) তৎকালীন মিসরের ওয়ালী (গভর্নর) হযরত আমর ইবনুল আস(রা) কে পত্র লিখলেন যে-
"আমি জানতে পেরেছি যে, আপনার কাছে উট, বকরী, গরু, ঘোড়া এবং গোলাম রয়েছে; ওয়ালী নিযুক্ত হবার আগে এসব আপনার ছিল না এবং এজন্যে আপনাকে অর্থ দেয়া হয়নি; এরপরও এ সম্পদ আপনার কাছে কোত্থেকে এলো; আমার কাছে আপনার চেয়ে উত্তম মুহাজির ছিলো,যাদেরকে আমি ওয়ালী নিয়োগ করতে পারতাম; কিন্তু এ পদ যদি আপনার লাভ এবং আমাদের ক্ষতির জন্য হয়, তাহলে আপনাকে কেন অগ্রাধিকার দেয়া হবে? এ সম্পদ আপনার কাছে কোত্থেকে এসেছে তা শীঘ্র লিখে জানান"
হযরত আমর ইবনুল আস(রা) সে পত্রের এ জবাব দিলেন-
"আমীরুল মু'মিনীন! আপনি আমার সম্পদ সম্পর্কে যা লিখেছেন তা ঠিক; এখানে জিনিসপত্র সস্তা এবং লড়াই হয়ে থাকে (যা থেকে যুদ্ধলব্ধ সামগ্রী অব্যাহতভাবে প্রাপ্তি ঘটে); বস্তুতঃ অনুমিত অর্থ দিয়ে আমি এ জিনিষ ক্রয় করেছি; যদি আপনার খেয়ানত বৈধও হতো, তাহলেও আমি খেয়ানত করতাম না; কেননা আপনি আমার ওপর আস্থা এনেছেন; রইলো আপনার সেই কথা; আপনি বলেছেন যে, আপনার কাছে আমার চেয়ে উত্তম মুহাজির ছিলো; তাহলে আপনি এ পদ তাদেরকে কেন দেননি; আমিতো এজন্য আপনার দরজা খট খটাইনি(কখনো ধরণা দেইনি)"
হযরত ওমর ফারুক (রা) এ জবাবে সন্তুষ্ট হলেন না; হযরত মাসলামা আনসারী (রা) কে তিনি এক ফরমানসহ হযরত আমর ইবনুল আস(রা) এর কাছে মিসর প্রেরণ করলেন; ফরমানে নির্দেশ ছিলো যে, আপনার সমগ্র সম্পদ তার সামনে রাখবেন; সে তার অর্ধেক (অন্য বর্ণনায় যতটুকু ঠিক মনে করবে) বাইতুল মালের জন্য নিয়ে নেবে.
এ ব্যবস্থায় হযরত আমর ইবনুল আস(রা) খুব দুঃখিত হলেন ঠিকই কিন্তু আমীরুল মু'মিনীনের (সরকারী ফরমান) নির্দেশ পালন করলেন এবং সমগ্র সম্পদ হযরত মাসলামা আনসারী (রা) –এর সামনে পেশ করে দিলেন; তিনি তা থেকে অর্ধেক(বা কিছু অংশ) বায়তুল মালে (সরকারী কোষাগার) নিয়ে নিলেন ও বাকী অংশ ফেরত দিলেন.
[ইছাবাহ, কানযুল আ'মাল ও হযরত ওমর (রা) সরকারী পত্রাবলী]
তথ্যকণিকা- বিশ্বনবীর সাহাবী ১ম খন্ড পৃষ্ঠা ৩৩৫-৩৩৬(তালিবুল হাশেমী)
For more visit:
http://www.usc.edu/dept/MSA/
Bangla reading problem:
If you can't see the writing go to your browser view option and select encoding Unicode (UTF-8)
Then if you can't see bangle correctly you just download the vrinda.ttf from this below link
be Organized by Holy Islam
O.H.I