Saturday, January 31, 2009

মজলুমের অভিশাপ


السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

মজলুমের অভিশাপ


وعن مُعاذٍ رضي اللَّه عنه قال : بعَثَنِي رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْه وسَلَّم فقال

واتَّقِ دعْوةَ الْمَظْلُومِ فَإِنَّهُ لَيْس بينها وبيْنَ اللَّه حِجَابٌ

Mu`adh (May Allah bepleased with him) reported that Messenger of Allah (PBUH) Said:

Beware of the supplication of the oppressed, for there is no barrier between it and Allah".

[Al-Bukhari and Muslim].

মুয়াজ (রা) থেকে বর্ণিত;


রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,


মজলুম (নির্যাতিতদের) অভিশাপকে ভয় করো; কেননা তার ও আল্লাহর মাঝে কোন আড়াল নেই.


Riyad-Us-Saliheen Hadith No: 208




Below is the most upsetting scene A Palestinian mother is dying in her child's arms.








It is not a Cinema it is Real Palestinian mother is dying in her child's arms.

Send it to as many people as you can. It would be your step against Israeli brutality. Do not forget to make DUA for whole UMMAH specially PALESTINE .


Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://www.youtube.com/user/TrueOHI


Wednesday, January 28, 2009

Fear Allah

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

আল্লাহকে ভয় করা


 

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ

اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ

 

মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর; প্রত্যেক ব্যক্তির উচিত, আগামী কালের জন্যে সে কি প্রেরণ করে, তা চিন্তা করা; আল্লাহকে ভয় করতে থাক; তোমরা যা কর, আল্লাহ সে সম্পর্কে খবর রাখেন.  

 

O you who believe! Fear Allâh and keep your duty to Him. And let every person look to what he has sent forth for the morrow, and fear Allâh. Verily, Allâh is All-Aware of what you do.

 

 

 

Al Quran Surah 59 Hasr:18

 

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/

 


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

Tuesday, January 27, 2009

মুমিনের গুণাবলী

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

মুমিনের গুণাবলী


 

إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرَسُولِهِ ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ أُوْلَئِكَ هُمُ

الصَّادِقُونَ

 

তারাই মুমিন, যারা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি ঈমান আনার পর সন্দেহ পোষণ করে না এবং আল্লাহর পথে প্রাণ ও ধন-সম্পদ দ্বারা জিহাদ (সংগ্রাম) করে; তারাই সত্যনিষ্ঠ.

 

 

Only those are the believers who have believed in Allâh and His Messenger, and afterward doubt not but strive with their wealth and their lives for the Cause of Allâh. Those! They are the truthful.    

 

Al Quran Surah 49 Huzurat:15

 

نَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ

الَّذِينَ يُقِيمُونَ الصَّلاَةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ

أُوْلَـئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا لَّهُمْ دَرَجَاتٌ عِندَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ

 

যারা ঈমানদার, তারা এমন যে, যখন আল্লাহর নাম নেয়া হয় তখন ভীত হয়ে পড়ে তাদের অন্তর; আর যখন তাদের সামনে পাঠ করা হয় কালাম, তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা স্বীয় পরওয়ার দেগারের প্রতি ভরসা পোষণ করে;  সে সমস্ত লোক যারা নামায প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রুযী দিয়েছি তা থেকে ব্যয় করে; তারাই হল সত্যিকার ঈমানদার! তাদের জন্য রয়েছে স্বীয় পরওয়ারদেগারের নিকট মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক রুযী.

 

The believers are only those who, when Allâh is mentioned, feel a fear in their hearts and when His Verses (this Qur’ân) are recited unto them, they (i.e. the Verses) increase their Faith; and they put their trust in their Lord (Alone);  Who perform As-Salât (Iqâmat­as­ Salât) and spend out of that We have provided them.  It is they who are the believers in truth. For them are grades of dignity with their Lord, and Forgiveness and a generous provision (Paradise).  

Al Quran Surah 8 Anfal:2-4

 


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

Sunday, January 25, 2009

Best Charity

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

উত্তম দান


الرابع: عن أبي هُريرةَ رضي اللَّهُ عنه قال: جاءَ رجلٌ إلى النبيِّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم، فقال: يا رسولَ اللَّهِ، أيُّ الصَّدقةِ أعْظمُ أجْراً ؟ قال: «أنْ تَصَدَّقَ وأنْت صحيحٌ شَحيحٌ تَخْشى الْفقرَ، وتأْمُلُ الْغنى، ولا تُمْهِلْ حتَّى إذا بلَغتِ الْحلُقُومَ. قُلت: لفُلانٍ كذا ولفلانٍ كَذَا، وقَدْ كان لفُلان » متفقٌ عليه .

 

Abu Hurairah (May Allah be pleased with him) reported:

There came a man to the Prophet (PBUH) and said, "O Messenger of Allah, which charity is the most reward able?''

He (PBUH) said, "That you should give charity (in a state when you are) healthy and stingy and fear poverty, hoping to become rich (charity in such a state of health and mind is the best).

And you must not defer (charity to such a length) that you are about to die and would be saying: 'This is for so-and-so, and this for so-and-so.'

Lo! It has already come into (the possession of) so-and-so".

[Al-Bukhari and Muslim].

 

আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন

এক লোক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করল, ইয়া রাসুলুল্লাহ! কোন সদকায়ে (দানে) সবচেয়ে বেশী সওয়াব?

তিনি বলেন, তুমি এমন অবস্থায় দান করবে যে তুমি সুস্থ আছ, সম্পদের প্রতি লোভী আছো, অভাব-অনটনকে ভয় করছ এবং ধনী হওয়ার আশাও করছ;

তুমি দান করার ব্যাপারে এমনভাবে কার্পন্য করো না যে, শেষে মৃত্যূর মুহুর্তে এসে যায় এবং তখন তুমি বলবে যে, এ পরিমাণ অমুকের এবং সে পরিমাণ অমুকের; অথচ অমুকের জন্য সে সম্পদ নির্ধারিত হয়েই গিয়েছে.    

(বুখারী ও মুসলিম)   

Riyad-Us-Saliheen Hadith No: 90

 


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://www.youtube.com/user/TrueOHI

 



  

 

অবিচল নিষ্ঠা

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

অবিচল নিষ্ঠা


 إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ

يَحْزَنُونَ

أُوْلَئِكَ أَصْحَابُ الْجَنَّةِ خَالِدِينَ فِيهَا جَزَاء بِمَا كَانُوا يَعْمَلُونَ

 

নিশ্চয় যারা বলে, আমাদের পালনকর্তা আল্লাহ অতঃপর অবিচল থাকে, তাদের কোন ভয় নেই এবং তারা চিন্তিত হবে না;

তারাই জান্নাতের অধিকারী! তারা তথায় চিরকাল থাকবে; তারা যে কর্ম করত, এটা তারই প্রতিফল. 

 

Verily, those who say: ”Our Lord is (only) Allâh,” and thereafter Istaqâmû (i.e. stood firm and straight on the Islâmic Faith of Monotheism by abstaining from all kinds of sins and evil deeds which Allâh has forbidden and by performing all kinds of good deeds which He has ordained), on them shall be no fear, nor shall they grieve.  

Such shall be the dwellers of Paradise, abiding therein (forever), a reward for what they used to do.  

 

Al Quran Surah 45 Ahkaf:13-14

 

وعنْ أبي هُريْرة رضي اللَّه عنه : قال قال رسول اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « قَارِبُوا وسدِّدُوا ، واعْلَمُوا أَنَّه لَنْ ينْجُو أحدٌ منْكُمْ بعملهِ » قَالوا : ولا أنْت يَا رسُولَ اللَّه؟ قال : « ولا أَنَا إلا أنْ يتَغَمَّدني اللَّه برَحْمةٍ منْه وَفضْلٍ » رواه مسلم .

 

 

 

Abu Hurairah (May Allah be pleased with him) reported: Messenger of Allah (PBUH) said,

 "Follow the Right Path of Faith strictly, and be steadfast; and keep in mind that none of you can achieve salvation through his (good) actions.''

Someone asked, "Not even you, O Messenger of Allah?''

He (PBUH) said, "Not even me, unless Allah grants me His Mercy and Grace".


[Muslim].

 

আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত,

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

তোমরা (দ্বীনের ব্যাপারে) ভারসাম্য বজায় রাখ এবং এর উপর মজবুতভাবে স্থির থাক. আর জেনে রাখ! তোমাদের কেউ তার আমলের (জীবনকর্ম) সাহায্যে মুক্তি পাবে না;

সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসুলুল্লাহ! আপনিও কি?

তিনি বলেন, আমিও পাবনা, তবে যদি আল্লাহ আমাকে তার রহমত ও অনুগ্রহের মধ্যে নিয়ে নেন

(মুসলিম)   

Riyad-Us-Saliheen Hadith No: 86

 


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://www.youtube.com/user/TrueOHI

 



  

 

Saturday, January 24, 2009

ভয় ও আশা একত্র হওয়া

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

ভয় ও আশা একত্র হওয়া


وعن أبي هريرة . رضي اللَّه عنه ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قال : « لَوْ يَعْلَمُ المُؤْمِنُ مَا عِنْدَ اللَّهِ مِنَ العُقُـوبَةِ . ما طَمِعَ بجَنَّتِهِ أَحَدٌ ، وَلَوْ يَعْلَمُ الكافِرُ مَا عِنَد اللَّهِ مِنَ الرَّحْمَةِ ، مَا قَنطَ مِنْ جنَّتِهِ أَحَدٌ » رواه مسلم .


Abu Hurairah (May Allah be pleased with him) reported: Messenger of Allah (PBUH) said,

"If a believer had full knowledge of the chastisement of Allah, none would covet His Jannah; and were an infidel to know the Mercy Allah has, none would despair of His Jannah".
[Muslim].


আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত,

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

ঈমানদার যদি আল্লাহর আযাব সম্পর্কে পুরোপুরি অবহিত থাকতো, তবে কেউ তার জান্নাতের লোভ করত না (বরং আল্লাহর আযাব বা জাহান্নাম থেকে বাচতে চাইত); আর কাফেররা যদি আল্লাহর রহমত সম্পর্কে পুরোপুরি জানতো, তাহলে কেউ তার জান্নাত থেকে নিরাশ হত না.

Riyad-Us-Saliheen Hadith No: 443


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://www.youtube.com/user/TrueOHI



Thursday, January 22, 2009

সৎ কাজে সদা তৎপর থাকা

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

সৎ কাজে সদা তৎপর থাকা


أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آمَنُوا أَن تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ اللَّهِ وَمَا نَزَلَ مِنَ الْحَقِّ وَلَا يَكُونُوا كَالَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِن قَبْلُ فَطَالَ عَلَيْهِمُ الْأَمَدُ فَقَسَتْ قُلُوبُهُمْ وَكَثِيرٌ مِّنْهُمْ فَاسِقُونَ

Has not the time come for the hearts of those who believe (in the Oneness of Allâh - Islâmic Monotheism) to be affected by Allâh’s Reminder (this Qur’ân), and that which has been revealed of the truth, lest they become as those who received the Scripture [the Taurât (Torah) and the Injeel (Gospel)] before (i.e. Jews and Christians), and the term was prolonged for them and so their hearts were hardened? And many of them were Fâsiqûn (rebellious, disobedient to Allâh).


যারা মুমিন, তাদের জন্যে কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবর্তীর্ণ হয়েছে, তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি? তারা তাদের মত যেন না হয়, যাদেরকে পূর্বে কিতাব দেয়া হয়েছিল। তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে, অতঃপর তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে। তাদের অধিকাংশই পাপাচারী।




be Organized by Holy Islam
O.H.I
For More Visit: http://ohioftruth.blogspot.com/



Saturday, January 17, 2009

জুলুম নির্যাতনের পরিণতি

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

জুলুম নির্যাতনের পরিণতি


وعن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال : (( مَنْ ظَلَمَ قِيدَ شِبْرٍ مِنَ الأرْضِ طُوِّقَهُ منْ سَبْعِ أَرَضِينَ )) متفقٌ عليه

Aishah (May Allah bepleased with her) reported: Messenger of Allah (PBUH) said,
"Whoever usurps unlawfully even a hand span of land a collar measuring seven times (this) land will be placed around his neck on the Day of Resurrection".
[Al-Bukhari and Muslim].

আইশা (রা) থেকে বর্ণিত;


তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এক বিঘত পরিমাণ জমিতে জুলুম করল(জবরদখল করে নিল; কিয়ামতের দিন) সাত তবক জমিন তার গলায় লটকিয়ে দেয়া হবে





More children killed as war on Gaza continues - 05 Jan 08

وعن أَبي موسى رضي اللَّه عنه قال : قال رسول اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « إِنَّ اللَّه لَيُمْلِي لِلظَّالِمِ فَإِذَا أَخَذَهُ لَمْ يُفْلِتْهُ ، ثُمَّ قَرَأَ : { وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِي ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَديدٌ }

Abu Musa (May Allah bepleased with him) reported: Messenger of Allah (PBUH) said, "Verily, Allah gives respite to the oppressor. But when He seizes him, He does not let him escape.'' Then he (PBUH)) recited, "Such is the Seizure of your Rubb when He seizes the (population of) towns while they are doing wrong. Verily, His Seizure is painful (and) severe". (11:102).
[Al-Bukhari and Muslim].

আবু মুসা (রা) থেকে বর্ণিত;


তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- নিশ্চয়ই আল্লাহ জালেমকে অবকাশ দিয়ে থাকেন; কিন্তু যখন তিনি গ্রেপ্তার করেন তখন আর ছাড়েন না; অতঃপর তিনি (মহানবী) এ আয়াত পাঠ করলেন-"আর তোমার রব যখন কোন জালেম জনবস্তিকে পাকড়াও করেন, তখন তার পাকড়াও এমনিই হয়ে থাকে; তার পাকড়াও বড়ই কঠিন, নির্মম ও পীড়াদায়ক (সুরা হুদ-১০২)"

Riyadus Salehin Hadith no 207




One man lost his all family member









Nothing to Say




Six-month-old baby killed by Israel attacks












White phosphorus ammunition used in Gaza war



Boycott-Israel
Bangla reading problem:

If you can't see the writing go to your browser view option and select encoding Unicode (UTF-8)


Then if you
can't see bangle correctly you just download the vrinda.ttf from this below link
and go to your control panel, open fonts folder and paste the font in it then refresh the page.

be Organized by Holy Islam
O.H.I
For More Visit: http://ohioftruth.blogspot.com/