السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
আরাফার দিন
وَعَنْهَا أنَّ رَسُولَ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم ، قَالَ : « ما مِنْ يَوْمٍ أَكثَرَ مِنْ أنْ يعْتِقَ اللَّه فِيهِ عبْداً مِنَ النَّارِ مِنْ يَوْمِ عَرَفَةَ » . رواهُ مسلمٌ .ة
আয়েশা (রা) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
আরাফাতের দিনের চেয়ে অধিক সংখ্যায় আর কোন দিন আল্লাহ বান্দাহকে জাহান্নাম থেকে মুক্তি দেন না.
وعَنْهُ أَنَّ رسولَ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم ، قالَ : « ، والحجُّ المَبرُورُ لَيس لهُ جزَاءٌ إلاَّ الجَنَّةَ » . متفقٌ عليهِ .
আয়েশা (রা) থেকে বর্ণিত,
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মাকবুল (কবুলকৃত) হ্বজ্জের প্রতিদান হচ্ছে একমাত্র জান্নাত
(Riyadus Salehin Hadith-1277 and 1275)
হজ্জ বান্দার উপর আল্লাহর হক;
যারাই বায়তুল্লাহ পর্যন্ত যাবার শক্তি-সামার্থ্য রাখে, তাদের জন্যে আল্লাহর হক আদায় করা ফরজ;
যারা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ্জ করে না, সেসব যালেম আল্লাহর হক নষ্ট করে (তিরমিযী)
যে ব্যক্তির কাছে হজ্জের খরচের অর্থ মওজুদ আছে,অথচ সে হজ্জ করে না সে ইহুদী বা নাসারা(খিষ্ট্রান) হয়ে মরুক তাতে কিছু যায় আসে না। (আবু দাউদ,দারেমী)
আল্লাহর যাত্রী হল তিন ব্যক্তি গাজী, হাজী ও ওমরাকারী.(নাসায়ী)
আব্দুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত,
তিনি বলেন, এক ব্যক্তি রাসুলুল্লাহ(সা.)-এর কাছে এসে জিজ্ঞেস করল,
হে আল্লাহর রাসুল! কোন বস্তু হজ্জকে ফরজ করে?
তিনি উত্তরে বললেন- খাওয়া খরচ ও নিজের সফর খরচ অর্থাৎ পরিবারের ভরন-পোষনের খরচ ও মক্কা পর্যন্ত সফর খরচ
জরুরী বিষয়-
আজ ৯ই জিলহজ্জ হতে ১৩ই জিলহজ্জ পর্যন্ত প্রতি ফরজ নামাযের পরে নিম্নোলিখিত দোয়া পড়া ওয়াজিব।
الله أَكْبَر الله أَكْبَر لاإله إلا الله الله أَكْبَر الله أَكْبَر و ِللهِ حَمْد
আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই আল্লাহ মহান আল্লাহ মহান এবং প্রশংসা কেবল আল্লাহরই
To know details about Hajj in text click below:
Watch video about How to perform Hajj (in Bangla):
Bangla reading problem:
|
http://files.filefront.com/vrindattf/;9049461;/fileinfo.html
and go to your control panel, open fonts folder and paste the font in it then refresh the page.
be Organized by Holy Islam
O.H.I
|