Monday, December 22, 2008

জনগণের সাথে সম্পর্ক

السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা

জনগণের সাথে সম্পর্ক


وعن أبي يَعْلى مَعْقِل بن يَسَارٍ رضي اللَّه عنه قال : سمعتُ رسول اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يقول : « « ما مِن أَمِيرٍ يَلِي أُمورَ المُسلِمينَ ، ثُمَّ لا يَجهَدُ لَهُم ، ويَنْصحُ لهُم، إلاَّ لَم يَدخُل مَعَهُمُ الجَنَّةَ » .

Abu Ya`la Ma`qil bin Yasar (May Allah be pleased with him) reported::

Messenger of Allah (PBUH) said,

"A ruler who, having control over the affairs of the Muslims, does not strive diligently for their betterment and does not serve them sincerely, will not enter Jannah with them"
[Muslim].

আবু ইয়ালা মাকিল ইবনে ইয়াসার(রা) থেকে বর্ণিত;


তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি-


আল্লাহ তার কোন বান্দাহকে প্রজাসাধারণের তত্ত্বাবধায়ক বানাবার পর সে যদি তাদের সাথে প্রতারণা করে থাকে, তবে সে যেদিনই মরুক, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন (মুসলিম)

Riyadus Saleheen Hadith no 654

وعن أبي هريرة رضي اللَّه عنه قال : قال رسول اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « كَانَت بَنُو إسرَائِيلَ تَسُوسُهُمُ الأَنْبياءُ ، كُلَّما هَلَكَ نبي خَلَفَهُ نبي ، وَإنَّهُ لا نبي بَعدي ، وسَيَكُونُ بَعدي خُلَفَاءُ فَيَكثُرُونَ » قالوا : يَا رسول اللَّه فَما تَأْمُرُنَا ؟ قال : « أَوفُوا بِبَيعَةِ الأَوَّلِ فالأَوَّلِ ، ثُمَّ أَعطُوهُم حَقَّهُم ، وَاسأَلوا اللَّه الذي لَكُم ، فَإنَّ اللَّه سائِلُهم عمَّا استَرعاهُم » متفق عليه
Abu Hurairah (May Allah be pleased with him) reported:

Messenger of Allah (PBUH) said,

"The Banu Isra'il were ruled by the Prophets. When one Prophet died, another succeeded him. There will be no Prophet after me. Caliphs will come after me, and they will be many.''

The Companions said: "O Messenger of Allah, what do you command us to do?''

He said,
"Fulfill the pledge of allegiance to which is sworn first (then swear allegiance to the others). Concede to them their due rights and ask Allah that which is due to you. Allah will call them to account in respect of the subjects whom He had entrusted to them.''

[Al-Bukhari and Muslim].


আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত;


তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

বনী ঈসরাইলের রাজনৈতিক কার্যক্রমের পরিচালক ছিলেন তাদের নবীগণ; এক নবীর ওফাতের (মৃত্যূর) পর পরবর্তী নবী তার স্থান পুরণ করতেন; কিন্তু আমার পরে আর কোন নবী নেই; অচিরেই আমার পরে বেশ কিছু সংখ্যক খলিফা হবে;

সাহাবারা বলেন- তখনকার জন্য আমাদের প্রতি আপনার কি নির্দেশ?

তিনি বলেন- অতঃপর তাদের প্রাপ্য তাদের প্রদান করবে এবং তোমাদের প্রাপ্য আল্লাহর কাছে প্রার্থনা করবে; কারণ আল্লাহ তাদের উপর জনসাধারণের তত্ত্বাবধানের যে দায়িত্ব অর্পণ করেছেন, সে সম্পর্কে তিনি নিজেই তাদের জিজ্ঞাসাবাদ করবেন


Riyadus Saleheen Hadith no 656



Bangla reading problem:

If you can't see the writing go to your browser view option and select encoding Unicode (UTF-8)


Then if you
can't see bangle correctly you just download the vrinda.ttf from this below link
and go to your control panel, open fonts folder and paste the font in it then refresh the page.


be Organized by Holy Islam
O.H.I

For More visit: http://ohioftruth.blogspot.com/