Sunday, November 30, 2008

Ka'ba


السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা

কা'বা ঘর


وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ


Behold, the first House (of Prayer) established for mankind is the one at Makkah: it is full of blessing and a centre of guidance for the whole world.


আল্লাহ বলেন ,

নি:সন্দেহে সর্বপ্রথম মানুষের জন্য নির্ধারিত হয়েছে, সেটাই হচ্ছে এ (কা'বা) ঘর, যা মক্কায় অবস্থিত এবং সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়াত ও বরকতময়.

(Al Qur'an; Sura Al Imran Aya-96)


وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَنْ طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ




And remember that We made this House (the Ka'bah) the center nd sanctuary for mankind and enjoined the people to dedicate to worship the place where Abraham used to stand for prayer, and We urged Abraham and Ismail to keep My House pure for those who would go round it and those who would retire to it for devotion and prayer and for those who would bow down and prostrate themselves there in worship.

আল্লাহ বলেন ,

যখন আমি কাবাগৃহকে মানুষের জন্য সন্মিলন স্থান ও নিরাপত্তার স্থান করলাম; আর তোমরা ইব্রাহীমের দাড়ানোর জায়গাকে নামাযের জায়গা বানাও.

এবং আমি ইব্রাহীম ও ইসমাঈলকে আদেশ করলাম, তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, অবস্থানকারী ও রুকু-সিজদাকারীদের জন্য পবিত্র রাখ.


(Al Qur'an; Sura Bakara Aya-96)

Watch video about Ka'ba


be Organized by Holy Islam
O.H.I

Saturday, November 29, 2008

দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত

t

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত


ইসলামের দ্বিতীয় খলিফা উমর (রা.) জনগণের অবস্থা সচক্ষে দেখার জন্য রাতে সফরে বের হতেনএমনি একদিন তিনি ইবনে আব্বাস (রা.)- কে সংগে নিয়ে মদীনা থেকে দুরবর্তী পল্লী এলাকা পরিদর্শনে গেলেন

তারা একটি মহল্লার ভিতর দিয়ে অতিক্রমের সময় দেখতে পেলেন পার্শ্ববর্তী জীর্ণ কুটিরে এক বৃদ্ধা মহিলা উনুনে পানি ভর্তি হাড়ি বসিয়ে আগুন জ্বালাচ্ছেন আর তার পাশে বসে শিশুরা ক্ষুধার জ্বালায় ক্রন্দন করছেমহিলা কিছুক্ষণ থেমে থেমে শিশুদের প্রবোধ দিচ্ছেন "তোমরা আরেকটু সবর কর, এক্ষুনি খাবার তৈরী হয়ে যাবে"

কিন্তু শেষ পর্যন্ত খাবার আর তৈরী হল নাঅনেকক্ষণ ধরে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে বাচ্চা গুলো ঘুমিয়ে গেলমহিলাটিও একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন- যাক আজকের মত অন্তঃত বাচা গেল

এই মর্মান্তিক অবস্থা দেখে খলিফা উমর (রা.) ও তার সহচর মহিলাটির মুখোমুখি হলেনতাদের প্রশ্নের জবাবে মহিলাটি বললেন- তার পরিবারে উপার্জনক্ষম কোন পুরুষ নেই, তিনি নিজেও উপার্জন করে শিশুদের খাদ্য যোগাড় করতে পারছেন নাতাই কয়েকদিন যাবত তিনি উনুনে শুধু পানিভর্তি পাত্র বসিয়ে ক্ষুধার্ত শিশুদের এভাবে প্রবোধ দিচ্ছেন

তারা প্রশ্ন করে আরো জানতে পারলেন যে, রাষ্ট্রের বায়তুল মাল থেকে তার কাছে কোন খাদ্য সাহায্য পৌছে নাইএই মর্মভেদী কাহিনী শুনে খলিফা ও তার সহচর দ্রুত মদীনা পৌছে বায়তুল মালের গুদামের দরজা খুললেন

তারপর খলিফা নিজেই এক বস্তা ময়দা ও এক বস্তা চিনি কাঁধে নিয়ে দরিদ্র মহিলাটির উদ্দেশ্যে রওয়ানা হলেনএই সময় ইবনে আব্বাস (রা.) একটি বস্তা তার কাঁধে তুলে দেবার জন্য অনুরোধ করলেনখলিফা দ্ব্যর্থহীন ভাষায় তা প্রত্যাখান করে বললেনঃ

"ইবনে আব্বাস! আজ তুমি আমার বোঝা হালকা করবার জন্য এগিয়ে আসছ; কিন্তু কেয়ামতের দিন যখন দায়িত্ব পালনের ব্যর্থতায় আমাকে অভিযুক্ত করা হবে তখন তো তুমি আমার পাপের বোঝা হালকা করতে এগিয়ে আসবে না"

দ্বিতীয় খলিফার দায়িত্ববোধ কত প্রখর ছিল এ ঘটনা তার প্রমাণ

(খেলাফতে রাশেদা-মাওলানা আবদূর রহীমপৃষ্ঠা নং ১২৩-১২৪ টীকা নং-১)

For details in english click here



Bangla reading problem:

If you can't see the writing go to your browser view option and select encoding Unicode (UTF-8)


Then if you
can't see bangle correctly you just download the vrinda.ttf from this below link
and go to your control panel, open fonts folder and paste the font in it then refresh the page.
.

be Organized by Holy Islam
O.H.I

Thursday, November 27, 2008

মধুর উপকারিতা

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

মধুর উপকারিতা

وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونثُمَّ كُلِي مِنْ كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا يَخْرُجُ مِنْ بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ إِنَّ فِي ذَلِكَ لَآَيَةً لِقَوْمٍ يَتَفَكَّرُونَ


আপনার পালনকর্তা মধু মক্ষিকাকে আদেশ দিলেনঃ পর্বতগাহ্রে, বৃক্ষ এবং উঁচু চালে গৃহ তৈরী কর, এরপর সর্বপ্রকার ফল থেকে ভক্ষণ কর এবং আপন পালনকর্তার উম্মুক্ত পথ সমূহে চলমান হও। তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্যে রয়েছে রোগের প্রতিকার।

নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে নিদর্শন রয়েছে।


And behold ! .Your Lord has inspired the bee with this "Build thy hive in the mountains, trees and in the creepers over trellises.then drink nectar from every kind of fruit, and follow the ways made smooth by the Lord. From its belly comes out a fluid of varying hues wherein is healing for mankind.

Here is indeed a Sign for those people who ponder over it.

[Al Quran Sura Nahl Aya no 69]




Bangla reading problem:

If you can't see the writing go to your browser view option and select encoding Unicode (UTF-8)


Then if you
can't see bangle correctly you just download the vrinda.ttf from this below link
and go to your control panel, open fonts folder and paste the font in it then refresh the page.
.

be Organized by Holy Islam
O.H.I
For more visit- http://ohioftruth.blogspot.com/
.




Wednesday, November 26, 2008

হজ্জ



السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

হজ্জ


وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ

মানুষের উপর আল্লাহর এ অধিকার যে, বায়তুল্লাহ পর্যন্ত পৌছবার শক্তি-সামর্থ্য যে রাখে সে যেন হজ্জ করে এবং যে নির্দেশ অমান্য করে কুফরের আচরণ করবে তার জেনে রাখা উচিত যে, আল্লাহ বিশ্ব প্রকৃতির উপর অবস্থানকারীদের মুখাপেক্ষী নন.


Pilgrimage to the House is a duty owed to Allah by all who can make their way to it. As for those who refuse to follow His command, surely Allah does not stand in need of anything.

[Al Quran Sura Al Imran Aya no 97]



আবু হুরায়রা(রাঃ)থেকে বর্ণিত;

তিনি বলেন,রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

যে ব্যক্তি এ ঘরে (কাবা ঘরে হজ্জ করতে) এলো, কোন অশ্লীন-অশ্রাব্য কথা এবং অন্যায় গর্হিত কাজে নিমজ্জিত হয়নি, তবে সে সেখান থেকে (এমন পবিত্র হয়ে) ফিরে আসে, যেমন নিস্পাপ অবস্থায় তার মা তাকে ভুমিষ্ঠ করেছিল.


Abu Hurairah (May Allah be pleased with him) said:

The Messenger of Allah (PBUH) said,

He who came to this House (Ka'ba) (with the intention of performing Pilgrimage), and neither spoke indecently nor did he act wickedly. would return (free from sin) as on the (very first day) his mother bore him.

[Muslim Book 007, Number 3129:].


To know details about Hajj in text click below:

Watch video about How to perform Hajj (in Bangla):
  1. Part-1
  2. Part-2
  3. Part-3
  4. Part-4
  5. Part-5
  6. Part-6
  7. Part-7
  8. Part-8


Bangla reading problem:

If you can't see the writing go to your browser view option and select encoding Unicode (UTF-8)


Then if you
can't see bangle correctly you just download the vrinda.ttf from this below link
and go to your control panel, open fonts folder and paste the font in it then refresh the page.
.

be Organized by Holy Islam
O.H.I
.












Tuesday, November 25, 2008

দ্বিমুখীপনার প্রতি তিরস্কার

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

দ্বিমুখীপনার প্রতি তিরস্কার


يَسْتَخْفُونَ مِنَ النَّاسِ وَلَا يَسْتَخْفُونَ مِنَ اللَّهِ وَهُوَ مَعَهُمْ إِذْ يُبَيِّتُونَ مَا لَا يَرْضَى مِنَ الْقَوْلِ وَكَانَ اللَّهُ بِمَا يَعْمَلُونَ مُحِيطًا

এরা মানুষের কাছ থেকে নিজেদের কর্মকান্ড লুকাতে পারে,কিন্তু আল্লাহ থেকে গোপন করতে পারে না; তিনি তো ঠিক সে সময়ও তাদের সাথে থাকেন, যখন তারা রাতের অন্ধকারে গোপনে তার মর্জির পরিপন্থী পরামর্শ করতে থাকে; এদের সমস্ত কার্যকলাপ আল্লাহর আয়ত্তাধীন.


They can hide (their deeds) from men but they cannot hide (them) from Allah for He is with them even when they hold nightly counsels that are unpleasing to Allah. Allah encompasses all their doings.

[Al Quran Sura Nisa Aya no 108]



وعن أبي هُريرةًَ رضي اللَّه عَنْهُ قالَ : قالَ رسُولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « تَجدُونَ النَّاسَ معادِنَ : خِيارُهُم في الجاهِليَّةِ خيارُهُم في الإسْلامِ إذا فَقُهُوا ، وتجدُونَ خِيارَ النَّاسِ في هذا الشَّأنِ أشدَّهُمْ لهُ كَراهِيةً ، وتَجدُونَ شَرَّ النَّاسِ ذا الوجْهيْنِ ، الذي يأتي هؤلاءِ بِوجْهِ وَهؤلاءِ بِوَجْهِ » متفقٌ عليه

আবু হুরায়রা(রাঃ)থেকে বর্ণিত;

তিনি বলেন,রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

তোমরা দেখবে মানুষ খনিজ সম্পদের মত; তাদের মধ্যে যারা জাহিলী যুগে উত্তম ছিল ইসলামী সমাজেও তারাই উত্তম হবে যখন তারা (দ্বীন ইসলামের) পরিপূর্ণ জ্ঞান অর্জন করবে;

তোমরা প্রশাসনে ঐসব লোকদের ভালো পাবে যারা সরকারী দায়িত্ব গ্রহণ করতে খুবই অপছন্দ করে;

তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে খারাপ, যে একবার এই দলের কাছে এক রুপ নিয়ে আত্নপ্রকাশ করে এবং আরেকবার অন্য এক রুপে অন্য দলের কাছে আত্নপ্রকাশ করে.


Abu Hurairah (May Allah be pleased with him) said:

The Messenger of Allah (PBUH) said,

"
People are like ores. Those who were excellent in the Days of Ignorance are excellent in Islam provided they acquire the knowledge and understanding of the religion.

You will find the best people in it (Islam) those who had a deep hatred (for leadership).

You will find the worst among the people a double-faced person who appears to some people with one face and to others with another face
.''

[Al-Bukhari and Muslim].


[Riyadus Salehin Hadith no 1540]



Bangla reading problem:

If you can't see the writing go to your browser view option and select encoding Unicode (UTF-8)


Then if you
can't see bangle correctly you just download the vrinda.ttf from this below link
and go to your control panel, open fonts folder and paste the font in it then refresh the page.
.

be Organized by Holy Islam
O.H.I

.




Monday, November 24, 2008

ইমাম(নেতার) আগে নামাযে রুকু-সিজদা

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

ইমাম(নেতার) আগে নামাযে রুকু-সিজদা


عنْ أَبي هُريْرَةَ رَضِيَ اللَّه عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قََالَ : « أَمَا يَخْشَى أَحَدُكُمْ إِذا رفَعَ رأْسَهُ قَبْلَ الإِمَامِ أَنْ يَجْعلَ اللَّه رأْسَهُ رأْسَ حِمارٍ ، أَوْ يَجْعلَ اللَّه صُورتَهُ صُورَةَ حِمارٍ» متفقٌ عليه .


আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত,

রাসুলুল্লাহ(সা.) বলেছেন,

তোমাদের কেউ যখন ইমামের পূর্বে (রুকু-সিজদা) থেকে মাথা উঠায় তখন কি ভয় করে না যে, আল্লাহ তার মাথা গাধার মাথার ন্যায় করে দিবেন অথবা তার আকৃতি গাধার ন্যায় করে দিবেন


Abu Hurairah (May Allah be pleased with him) said:

The Prophet (PBUH) said,

Does he who raises up his head before the Imam not fear that Allah will make his head that of a donkey or make his appearance similar to that of donkey?

[Al-Bukhari and Muslim].

[Riyadus Salehin Hadith no 1751]


If you can't see the writing go to your browser view option and select encoding Unicode (UTF-8)
Then if you
can't see bangle correctly you just download the vrinda.ttf from this below link
and go to your control panel, open fonts folder and paste the font in it then refresh the page.
.

be Organized by Holy Islam
O.H.I

.




Saturday, November 22, 2008

FingerPrints






السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা








আল্লাহ বলেন,

أَيَحْسَبُ الْإِنْسَانُ أَلَّنْ نَجْمَعَ عِظَامَهُ



بَلَى قَادِرِينَ عَلَى أَنْ نُسَوِّيَ بَنَانَهُ

Does man imagine that We
will not be able to bring his bones together again?Yes indeed; We have
the power to remoulds even his finger-tips.

মানুষ কি মনে করে যে, আমি কি তার হাড় সমুহকে একত্রিত করবনা? বরং তার আঙ্গুলগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম.




(আল কুরআন সুরা কেয়ামাহ ৩-৪)




For English click here

অমুসলিমরা প্রশ্ন করে যে, মানুষ মরে গেলে তার হাড় পৃথিবীতে বিক্ষিপ্ত ও
বিচ্ছিন্ন হয়ে যায়. ফলে কিয়ামতের দিন কিভাবে এসকল লোকদের চিহ্নিত করা
যাবে? সর্বশক্তিমান আল্লাহ বলেন তিনি কেবল তোমাদের হাড়-হাড্ডি একত্রিত করা
নয় বরং তোমাদের
আঙ্গুলের ছাপ পর্যন্ত পরিপূর্ণভাবে তৈরী করতে সক্ষম.

ব্যক্তির পরিচয় নির্ধারণের ব্যাপারে কোরআন কেন 
আঙ্গুলের ছাপ সম্পর্কে কথা বলেছে? ১৮৮০ সালে স্যার ফ্রান্সিস গোল্ট-এর গবেষণার ফলাফলের উপর ভিত্তি করে আঙ্গুলের ছাপকে  বৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে গ্রহণ করা হয়েছে. পৃথিবীতে এমন দু'জন ব্যক্তিও নেই যাদের আঙ্গুলের ছাপ এক রকম. এমন কি দুই যমজ ভাইয়েরও না. একারণে বিশ্বব্যাপী পুলিশ বাহিনী অপরাধীদের চিহ্নিত করার জন্য আঙ্গুলের ছাপ পরীক্ষা করে.

আজ থেকে ১৪০০ বছর আগে কে জানত যে প্রত্যেক মানুষের
আঙ্গুলের ছাপ স্বতন্ত্র ? অবশ্যই মহান স্রষ্টা আল্লাহ ছাড়া আর কেউ তা জানে না.

Watch Video about Fingerprints



be Organized by Holy Islam
O.H.I
.
































Wednesday, November 19, 2008

Shaheed Titumeer

বাংলার ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মুজাহিদ সাইয়েদ নিসার আলী ওরফে তিতুমীর ১৮৩১সালের এই দিনে নালিতাবাড়ীতে সাম্রাজ্যবাদী ব্রিটিষদের বিরুদ্ধে যুদ্ধে শহীদ হোন.

(For English click here)

তার কয়েকটি বিখ্যাত উক্তি এখানে দেয়া হ্ল-

  • ইসলাম শান্তির দ্বীন. যারা মুসলিম নয় তাদের সাথে, শুধু ধর্মের দিক দিয়ে পৃথক
    বলে, বিবাদ-বিসম্বাদ করা আল্লাহ ও তার রাসুল কিছুতেই পছন্দ করেন না. তবে
    ইসলাম এ কথা বলে যে, যদি কোন প্রবল শক্তিশালী অমুসলিম কোন দূর্বল
    মুসলিমের উপর অন্যায় উৎপীড়ন করে, তবে মুসলিমরা সেই
    দূর্বলকে সাহায্য করতে বাধ্য.
  • মুসলিমদের কথা-বার্তায়, আচার-আচরণে প্রকৃত মুসলিম হতে হবে. তারা যদি অমুসলিমদের আচার-আচরণ, চাল-চলন ও কাজকর্ম পছন্দ করে তাহলে শেষ বিচারের দিন আল্লাহ তাদেরকে অমুসলিমদের সাথে স্থান দিবেন.

Tuesday, November 18, 2008

Suicide - Great Sin


السلام عليكم






দৈনন্দিন পথনির্দেশিকা





আত্নহত্যা- মহাপাপ

وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا
وَمَنْ يَفْعَلْ ذَلِكَ عُدْوَانًا وَظُلْمًا فَسَوْفَ نُصْلِيهِ نَارًا وَكَانَ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرًا





You shall not kill yourselves surely Allah is ever Compassionate to you.And whoever does this by way of transgression and injustice him shall We surely cast into the Fire; that indeed is quite easy for Allah..




আল্লাহ বলেন ,




Awk ÌZwikw xdËRËbk KwDËK pZøw KËkw dw| xd:oËëbËp AwÁwpz Zw’Awlw ÌZwiwËbk eÞxZ btwlÖ| Awk Ìj ÌKD oyiwláNd xKvgw RÖlÖËik gmgZyê pËt GkÕe KkËg, ZwËK LÖg myNÛB AwMÖËd xdËqe Kkw pËg| GUw AwÁwpzk eËq LÖgB opRowcø|







(Al Qur'an; Sura Nisa Aya-29-30)


Narrated Abu Huraira-:




The Prophet said,


He who commits suicide by throttling shall keep on throttling himself in the Hell Fire (forever) and he who commits suicide by stabbing himself shall keep on stabbing himself in the Hell-Fire.


আবু হুরায়রা
(রা.) থেকে বর্ণিত;


রাসুলুল্লাহ(সা.)
বলেছেন

যে ফাঁসি লাগিয়া বা গলা টিপে আত্নহত্যা করে, জাহান্নামে সে নিজেই নিজেকে অনুরুপ শাস্তি দিবে. আর যে ব্যক্তি বর্শা বিধিঁয়ে
আত্নহত্যা করে. জাহান্নামে সে নিজেই নিজেকে বর্শা বিধিঁয়ে শাস্তি দিবে.

Sahih Bukhari, Book 23:Volume 2,Number 446







Monday, November 17, 2008

Busyness don't create problem for Mumin














দৈনন্দিন পথনির্দেশিকা

ব্যস্ততা আল্লাহপ্রেমীদের বাধা হয় না


رِجَالٌۭ لَّا تُلْهِيهِمْ
تِجَرَةٌۭ وَلَا بَيْعٌ عَن ذِكْرِ ٱللَّهِ وَإِقَامِ ٱلصَّلَوٰةِ وَإِيتَآءِ
ٱلزَّكَوٰةِ ۙ يَخَافُونَ يَوْمًۭا تَتَقَلَّبُ فِيهِ ٱلْقُلُوبُ وَٱلْأَبْصَرُ




As are not diverted by trade and merchandise from remembering Him and
from establishing Salat and paying Zakat, for they fear the Day when
the hearts will be overturned and the eyes will become petrified.
.







আল্লাহ বলেন ,

তারা এমন লোক ব্যবসা-বাণিজ্য যাদের কখনোও আল্লাহ থেকে গাফিল করে দেয় না. বেচা-কেনা তাদের আল্লাহর স্মরণ, সালাত কায়েম ও যাকাত আদায়  থেকে গাফিল রাখতে পারে না; তারা সেদিনকে ভয় করে যখন তাদের অন্তর ও দৃষ্টিশক্তি ভীতবিহ্বল হয়ে পড়বে.







 

(Al Qur'an; Sura Nur Aya-37)


Sunday, November 16, 2008

Don't haughty towards another







الَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ إِلَّا اللَّمَمَ إِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ هُوَ أَعْلَمُ بِكُمْ إِذْ أَنْشَأَكُمْ مِنَ الْأَرْضِ وَإِذْ أَنْتُمْ أَجِنَّةٌ فِي بُطُونِ أُمَّهَاتِكُمْ فَلَا تُزَكُّوا أَنْفُسَكُمْ هُوَ أَعْلَمُ بِمَنِ اتَّقَى





On those who avoid grave sins and shameful deeds, even if they may sometimes stumble into lesser offenses.Very well is He aware of you since He produced you from the earth, and while you were still in your mothers' wombs and not yet born. So do not boastfully claim yourselves to be purified. He fully knows those that are truly God fearing Surely your Lord is abounding in His Forgiveness.





আল্লাহ বলেন,



যারা বড় বড় গুনাহ ও অশ্লীন কার্যাবলী থেকে বিরত থাকে; তবে অতি নগন্য কিছু অপরাধ তাদের দ্বারা সংঘটিত হয়;  তোমার প্রভুর  ক্ষমাশীলতা অনেক ব্যাপক; তিনি তোমাদেরকে ভালোভাবেই জানেন; তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আর যখন তিনি ভ্রুণরুপে মায়ের গর্ভে ছিলে; অতএব তোমাদের আত্ন-পবিত্রতার দাবি কর না. প্রকৃত মুত্তাকী কে তা তিনি ভালো জানেন.






(Al Qur'an Sura Nazm Aya-32

وعَنْ عِياض بْنِ حمار رضي اللَّه عنْهُ قَال  قَال رسُولُ اللَّهِ صَلّى
اللهُ عَلَيْهِ وسَلَّم :


« إن اللَّه تَعالى أوْحَى إليَّ أن تواضعُوا حَتى لا يبْغِيَ أحَدٌ على أحدٍ ، ولا
يفْخرَ أحدٌ على أحدٍ »

رواه مسلم .



قال أهلُ اللغةِ :

البَغيُ :


التَّعَدِّي والاستِطال


Iyad bin Himar (May Allah be pleased with
him) said
:
The Messenger of Allah (PBUH) said:

Verily, Allah has revealed to me that you should adopt humility. So
that no one may wrong another and no one may be disdainful and haughty
towards another
.
ইয়াদ ইবনে হিমার (রা.) থেকে বর্ণিত;

রাসুলুল্লাহ(সা.) বলেছেন

আল্লাহ তা'আলা আমার কাছে এই মর্মে ওহী প্রেরণ করেছেন-


তোমরা সকলে বিনয়ী হও; যাতে তোমাদের কেউ কারো প্রতি বাড়াবাড়ি করতে না পারে এবং কেউ কারো কাছে গর্ব করতে না পারে.




Riyadus Salehin Hadith Number 1589.

Wednesday, November 12, 2008

There is no substitute of mother's milk for children

وَوَصَّيْنَا
الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ
وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ
الْمَصِيرُ
 





আর আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি; তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করে.
তার দুধ ছাড়ানো দুই বছরে হয়. অতএব আল্লাহ ও তোমার পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ হও. অবশেষে আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে

(আল কুরআন সুরা লোকমান আয়াত -১৪)




وَالْوَالِدَاتُ يُرْضِعْنَ أَوْلاَدَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ لِمَنْ أَرَادَ أَن يُتِمَّ الرَّضَاعَةَ





আর সন্তানবতী নারীরা তাদের সন্তানদেরকে পূর্ন দু'বছর দুধ খাওয়াবে, যদি দুধ খাওয়াবার পূর্ণ মেয়াদ সমাপ্ত করতে চায়.


(
আল কুরআন সুরা বাকারা আয়াত -২৩৩)



রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

যে মহিলা নিজের সন্তানকে বুকের দুধের প্রথম ঢোক পান করায়, সে একটি মানুষের জীবনদানকারীর বরাবর সাওয়াব পাবে.

(
কানযুল উম্মাল)


মিরাজের রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন,




অতঃপর আমাকে আরও সামনে নিয়ে যাওয়া হল.
ইত্যবসরে কতিপয় মহিলাকে দেখলাম.
যাদের বুকের ছাতি সাপ দংশন করছে.
.


আমি জিজ্ঞেস করলাম, এরা কোন মহিলা?.


বলা হলো তারা সে মহিলা যারা নিজের সন্তানকে নিজের দুধ পান করাতো না

(
তারগীব ও তারহিব)

বিস্তারিত পড়ুন :