রাষ্ট্রীয় তহবিলের আমানতদারীর নমুনা
ইসলামের প্রথম খলিফা আবু বকর (রা) খিলাফতের প্রশাসনিক ক্ষমতার ন্যায় রাষ্ট্রের অর্থ-সম্পদকে এক বিরাট আমানতরুপে গণ্য করতেন।
জীবিকা নির্বাহের জন্য তিনি ব্যবসা-বাণিজ্য করতেন বলে প্রথম দিকে তিনি রাষ্ট্রীয় তহবিল হতে কোন বেতন-ভাতাই নিতেন না। কিন্তু পরবর্তী কালে খিলাফতের কাজে সার্বক্ষনিক ব্যস্ততার ফলে ব্যবসা-বাণিজ্য অচল হয়ে পড়ায় তিনি রাষ্ট্রীয় তহবিল হতে একজন সাধারণ নাগরিকের ন্যায় নামমাত্র ভাতা গ্রহণ করতে শুরু করেন। এতে তার পরিবারের ভরণ-পোষনের কাজ কোন প্রকারে চলে যেত।
এই পরিস্থিতিতে তার স্ত্রী এর মধ্য থেকে কিছু খাদ্য জমিয়ে একদিন একটি মিষ্টি খাবার তৈরী করেন। খলিফা অবাক হয়ে স্ত্রীকে প্রশ্ন করলে তার স্ত্রী নিয়মিত বরাদ্দ হতে কিছু কিছু খাদ্য বাচাবার কথা খুলে বলেন। শুনে খলিফা মন্তব্য করেনঃ যে পরিমাণ খাদ্য বাচিয়ে এ মিষ্টি তৈরী করা হয়েছে, তা আমাদের না হলেও চলত। কাজেই ভবিষ্যতে বায়তুল মাল (সরকারী কোষাগার) হতে ঐ পরিমাণ খাদ্য কম আনা হবে।
রাষ্ট্রীয় তহবিলের আমানতদারীর ব্যাপারে তিনি কতখানি সতর্ক ছিলেন, এই ঘটনা হতে তা প্রমাণিত হয়।
(খিলাফতে রাশেদা; পৃষ্ঠা নং;৮২-৮৩,টীকা-২)
Bangla reading problem: If you can't see the writing go to your browser view option and select encoding Unicode (UTF-8) Then if you can't see bangle correctly you just download the vrinda.ttf from this below link |
be Organized by Holy IslamO.H.I