Wednesday, April 27, 2011

জান্নাত ও জাহান্নাম অবধারিত


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
জান্নাত ও জাহান্নাম অবধারিত

জাবির (রা:) থেকে বর্নিত,

তিনি বলেনরাসুলুল্লাহ (সা:) বলেছেন:

দুটি কথা (জান্নাত ও জাহান্নাম) অপরিহার্য করে। একজন সাহাবী আবেদন করলেন, হে আল্লাহর রসূল! এ দুটি কথা কী? (উত্তরে) তিনি বললেন, প্রথম কথা হল, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শারীক করা অবস্থায় মারা গেল সে জাহান্নামে প্রবেশ করবে। আর যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শারীক না করা অবস্থায় মৃত্যূবরণ করল সে জান্নাতে প্রবেশ করবে।

(মুসলিম ৯২-৯৩ মিসকাতুল মাসাবীহ হাদীস ৩৮)

be Organized by Holy Islam O.H.I For More Visit:

Wednesday, April 20, 2011


السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
মৃত্যূকে স্মরণ

আল্লাহ বলেন,
প্রত্যেক ব্যক্তিকেই অবশেষে মরতে হবে এবং তোমরা নিজ নিজ প্রতিফল কিয়ামতের দিন পুরাপুরিভাবেই পাবে। সফল হবে সেই ব্যক্তি যে সেদিন জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে এবং যাকে জান্নাতে দাখিল করা হবে। বস্তুতঃ এ দুনিয়ার জীবন একটি প্রতারণাময় জিনিস। 
(আল-কুরআন;আল-ইমরান-১৮৫)
আল্লাহ বলেনঃকোন প্রাণী জানে না যে,আগামীকাল সে কি উপার্জ়ন করবে,না কেউ জানে তার মৃত্যূ
কোন প্রাণী জানে না যে,আগামীকাল সে কি উপার্জ়ন করবে,না কেউ জানে তার মৃত্যূ হবে কোন জমিনে।
(আল-কুরআন;লুকমান-৩৪)

একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কয়েকটি রেখা টানলেন,তারপর বলেনঃএটা হচ্ছে মানুষ এবং এটা তার মৃত্যূ (এর রেখা)। মানুষ এভাবে থাকা অবস্থায় নিকটবর্তী রেখা(মৃত্যূ) এসে উপস্থিত হয়। (বুখারী)
 মানুষIIমৃত্যূ

 (আনাস (রা.)থেকে বর্ণিত।রিয়াদুস সালেহীনঃ ২য় খণ্ড;অনুচ্ছেদ-৬৪;হাদীস নং ৫৭৬)

be Organized by Holy Islam 
O.H.I 
For More Visit:


Tuesday, April 19, 2011

সালাতের দৃষ্টান্ত


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
সালাতের দৃষ্টান্ত

 إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاء وَالْمُنكَرِ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ

নিশ্চয় সালাত অশ্লীল ও গর্হিত কার্য থেকে বিরত রাখে; আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ; আল্লাহ জানেন তোমরা যা কর.

সুরা আনকাবুত-৪৫
وعنْ جَابِرٍ رَضيَ اللَّه عنهُ قال : قال رسُولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « مثَلُ الصَّلواتِ الخَمْسِ كمثَلِ نهْرٍ غمْرٍ جارٍ عَلى باب أَحَدِكُم يغْتَسِلُ مِنْهُ كُلَّ يَوْمٍ خمْسَ مرَّاتٍ» رواه مسلم.
« الغَمْرُ » بفتحِ الغين المعجمةِ : الكثِيرُ .

জাবির (রা) থেকে বর্ণিত;

রাসুলুল্লাহ (সা) বলেছেন

“পাঁচটি সালাতের দৃষ্টান্ত হচ্ছে- একটি প্রবাহমান বড় নদী তোমাদের কারোর ঘরের দরজার সামনে দিয়ে; তাতে সে প্রতিদিন পাঁচবার গোসল করে ”

রিয়াদুস সালেহীন হাদীস ১০৪৩

বিস্তারিত পড়ুন
ক্রমবইলেখকপাতাডাউনলোডপ্রিন্ট
রাসুলুল্লাহর (স.) নামাযআল্লামা নাসিরুদ্দিন আলবানী২১৪Download(5 MB)Print
ছালাতুল রাসুল(সা)ড. আসাদুল্লাহ আল গালিব৭২Download(17 MB)Print
নামায ও রোযার হাকীকতমাওলানা সাইয়্যেদ আবুল আ'লা মওদুদী৬৩Download(3 MB)Print
এসো নামায পড়িমাওলানা আব্দুস শহীদ নাসিম৩৫Download(205 KB)Print
নামাজ আজ কেন ব্যর্থ হচ্ছেপ্রফেসর ডাঃ মোঃ মতিয়ার রহমান৩০Download(569 KB)Print
সালাতের আহকাম ও পদ্ধতি (পর্ব :১)জাকেরুল্লাহ আবুল খায়ের ১১Download(116 KB)Print
সালাতের আহকাম ও পদ্ধতি (পর্ব :২)জাকেরুল্লাহ আবুল খায়ের Download(122 KB)Print
নামায শিক্ষাড.আব্দুল্লাহ বিন আহমাদ আলী আযযাইদ১৮Download(2 MB)Print
জামাআতে সালাত আদায়ের আবশ্যকতাঅনুবাদঃ সিরাজুল ইসলাম আলী আকবরDownload(114 KB)Print
১০জামাআতে সালাতের গুরুত্ব ; প্রেক্ষিত বর্তমান সমাজআবুল কালাম আজাদDownload(194 KB)Print
১১সালাতে একাগ্রতা ও খুশুসানাউল্লাহ নাজির আহমদ২৮Download(2 MB)Print
১২ঈদের সালাত ঈদগাহে পড়তে হবে কেন?আল্লামা নাসিরুদ্দিন আলবানী৪৯Download(5 MB)Print
১৩সালাতুত তারাবীহ আল্লামা নাসিরুদ্দিন আলবানী৫৭Download(4 MB)Print



Bangla reading problem visit:


be Organized by Holy Islam O.H.I For More Visit: