Sunday, March 28, 2010

যে হারাম তুচ্ছ নয়... ১


   السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
যে হারাম তুচ্ছ নয়... 

আয়েশা (রা) থেকে বর্ণিত; তিনি বলেন,

আল্লাহর শপথ! রাসুলুল্লাহ (সা) কখনো কোন মহিলার হাত স্পর্শ করেননি। তিনি মহিলাদের বাইয়াত গ্রহণ করতেন কথা দ্বারা।
 
মুসলিম ৩/১৪৮৯

be Organized by Holy Islam O.H.I For More Visit:

Saturday, March 27, 2010

ভবিষ্যত গণনা


   السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
ভবিষ্যত গণনা

রাসুলুল্লাহ (সা) বলেছেন

যে ব্যক্তি গণকের কাছে গমন করল এবং সে যা বলে তা বিশ্বাস করল তাহলে সে মুহাম্মদের উপর যা নাজিল করা হয়েছে তাকে অস্বীকার করল
 
আহমাদ ২/৯২৪সহীহ আল-জামে ৫৯৩৯

be Organized by Holy Islam O.H.I For More Visit:


Wednesday, March 24, 2010

আল্লাহর বাণী বিজয়ী করার উদ্দেশ্যে যে লড়াই করে তার লড়াই আল্লাহর পথে হয়


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
আল্লাহর বাণী বিজয়ী করার উদ্দেশ্যে যে লড়াই করে তার লড়াই আল্লাহর পথে হয়  

আবু মুসা (রা) বর্ণিত; তিনি বলেন,

এক ব্যক্তি রাসুলুল্লাহ (সা) –এর কাছে এসে বলল, ‘হে রাসুলুল্লাহ (সা)! আল্লাহর পথে লড়াইটা কি?’ আমাদের কেউ তো রাগের বশবর্তী হয়ে লড়াই করে আবার কেউ জিদ ধরে লড়াই করে। রাবী বলেন, রাসুলুল্লাহ (সা) তার দিকে মাথা উত্তোলন করে তাকাতেন না যদি লোকটি দাঁড়ানো না থাকত;
রাসুলুল্লাহ (সা) বললেন, আল্লাহর বাণী বিজয়ী করার উদ্দেশ্যে যে লড়াই করে তার লড়াই আল্লাহর পথে হয়  
 

 সহীহ বুখারী ১ম খন্ড হাদীস ১২১


be Organized by Holy Islam O.H.I For More Visit:



Sunday, March 21, 2010

রবের নিদর্শন সমূহকে অবজ্ঞা নয়


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
রবের নিদর্শন সমূহকে অবজ্ঞা নয়


وَمَا تَاۡتِيۡهِمۡ مِّنۡ اٰيَةٍ مِّنۡ اٰيٰتِ رَبِّهِمۡ اِلَّا كَانُوۡا عَنۡهَا مُعۡرِضِيۡنَ

আল্লাহ বলেছেন

মানুষের অবস্থা দাঁড়িয়েছে এই যেতাদের রবের নিদর্শনসমূহের মধ্য থেকে এমন কোন নিদর্শন নেই যা তাদের সামনে আসার পর তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়নি৷
 
আল্ কুরআন সুরা আন আম-৪


be Organized by Holy Islam O.H.I For More Visit:

Thursday, March 18, 2010

আল্লাহ যে বিধান নাযিল করেছেন তা মেনে চলো


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
আল্লাহ যে বিধান নাযিল করেছেন তা মেনে চলো


আল্লাহ বলেছেন

তাদের যখন বলা হয়, আল্লাহ যে বিধান নাযিল করেছেন তা মেনে চলো, জবাবে তারা বলে, আমাদের বাপ-দাদাদের যে পথের অনুসারী পেয়েছি আমরা তো সে পথে চলবো৷ আচ্ছা, তাদের বাপ-দাদারা যদি একটুও বুদ্ধি খাটিয়ে কাজ না করে থেকে থাকে এবং সত্য-সঠিক পথের সন্ধান না পেয়ে থাকে তাহলেও কি তারা তাদের অনুসরণ করে যেতে থাকবে ?

আল কুরআন: সুরা বাকারা ১৭০



be Organized by Holy Islam
O.H.I
For More Visit: