Wednesday, January 27, 2010

উপার্জনের সঠিক দৃষ্টিভংগী


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
উপার্জনের সঠিক দৃষ্টিভংগী


একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ দিয়ে এক ব্যক্তি পথ অতিক্রম করলেন; সাহাবারা তাকে জীবিকা উপার্জনে খুবই তৎপর ও আকৃষ্ট দেখে রাসুল(সা) কে বললেন, যদি এ ব্যক্তির দৌড় ও অনুরাগ আল্লাহর রাস্তায় হত তবে কতই না উত্তম হত;


এ কথা শুনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করলেন- 


যদি এ ব্যক্তি নিজের উপার্জনে অক্ষম ছোট ছোট সন্তানের জন্য এ দৌড়ঝাপ করে থাকে তবে এ কাজ আল্লাহর রাস্তায় বলে গণ্য হবে;


যদি সে বৃদ্ধ মাতা-পিতাকে প্রতিপালনের জন্যে সচেষ্ট থাকে, তবে তাও আল্লাহর পথে বলে গণ্য হবে;


আর যদি সে নিজের জন্য এ চেষ্টা করে এবং তাতে তার উদ্দেশ্য থাকে কারো কাছে হাত প্রসারিত না করা তবেও এ কাজ আল্লাহর রাস্তায় বলে গণ্য হবে;


অবশ্য যদি তার এ পরিশ্রম অধিক ধন-সম্পদ অর্জন করে মানুষের উপর নিজের বড়াই করা ও বড়াই দেখানোর উদ্দেশ্য হয়ে থাকে, তবে এ পরিশ্রম শয়তানের রাস্তা বলে গণ্য হবে।  





be Organized by Holy Islam
O.H.




Sunday, January 24, 2010

সত্য-সরল পথের সন্ধান


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
সত্য-সরল পথের সন্ধান





وَاِذَا سَاَلَكَ عِبَادِىۡ عَنِّىۡ فَاِنِّىۡ قَرِيۡبٌؕ اُجِيۡبُ دَعۡوَةَ الدَّاعِ اِذَا دَعَانِ‌ۙ فَلۡيَسۡتَجِيۡبُوۡا لِىۡ وَلۡيُؤۡمِنُوۡا بِىۡ لَعَلَّهُمۡ يَرۡشُدُوۡنَ


আর হে নবী! আমার বান্দা যদি তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে,তাহলে তাদেরকে বলে দাও ,আমি তাদের কাছেই আছি ৷ যে আমাকে ডাকে আমি তার ডাক শুনি এবং জবাব দেই,কাজেই তাদের আমার আহবানে সাড়া দেয়া এবং আমার ওপর ঈমান আনা উচিত একথা তুমি তাদের শুনিয়ে দাও,হয়তো সত্য-সরল পথের সন্ধান পাবে ৷



 [সুরা বাকারা ১৮৬]



be Organized by Holy Islam
O.H.I




Saturday, January 23, 2010

সুসংবাদ সবরকারীর জন্য



  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
সুসংবাদ সবরকারীর জন্য



وَلَنَبۡلُوَنَّكُمۡ بِشَىۡءٍ مِّنَ الۡخَوۡفِ وَالۡجُوۡعِ وَنَقۡصٍ مِّنَ الۡاَمۡوٰلِ وَالۡاَنۡفُسِ وَالثَّمَرٰتِؕ وَبَشِّرِ الصّٰبِرِيۡنَۙ‏
الَّذِيۡنَ اِذَآ اَصَابَتۡهُمۡ مُّصِيۡبَةٌ ۙ قَالُوۡٓا اِنَّا لِلّٰهِ وَاِنَّآ اِلَيۡهِ رٰجِعُوۡنَ

আর নিশ্চয়ই আমরা ভীতি,অনাহার,প্রাণ ও সম্পদের ক্ষতির মাধ্যমে এবং উপার্জন ও আমদানী হ্রাস করে তোমাদের পরীক্ষা করবো ৷এসব অবস্থায় যারা ধৈর্য্য অবলম্বন করবে, তাদেরকে সুসংবাদ দাও এবং যখনই কোন বিপদ আসে তখনই তারা বলেঃ আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে আমাদের ফিরে যেতে হবে

 [সুরা বাকারা ১৫৫-১৫৬]



be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

Bangla reading problem visit:


Thursday, January 21, 2010

দ্বীনকে বিভক্ত না করা


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
দ্বীনকে বিভক্ত না করা


مُنِيبِينَ إِلَيْهِ وَٱتَّقُوهُ وَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَلَا تَكُونُوا۟ مِنَ ٱلْمُشْرِكِينَ
مِنَ ٱلَّذِينَ فَرَّقُوا۟ دِينَهُمْ وَكَانُوا۟ شِيَعًۭا ۖ كُلُّ حِزْبٍۭ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ


তোমরা সেই মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না যারা নিজেদের দ্বীনকে বিচ্ছিন্ন করেছে এবং নিজেরা বিভিন্ন দলে-উপদলে বিভক্ত হয়েছে আসলে প্রতিটি দলই তাদের নিজেদের কাছে যা কিছু আছে তা নিয়ে আনন্দে নিমগ্ন রয়েছে







[সুরা রুম-৩১-৩২]



be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

Bangla reading problem visit:



Tuesday, January 19, 2010

দলাদলি করো না


السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
দলাদলি করো না

وَاعۡتَصِمُوۡا بِحَبۡلِ اللّٰهِ جَمِيۡعًا وَّلَا تَفَرَّقُوۡا‌وَاذۡكُرُوۡا نِعۡمَتَ اللّٰهِ عَلَيۡكُمۡ اِذۡ كُنۡتُمۡ اَعۡدَآءً فَاَلَّفَ بَيۡنَ قُلُوۡبِكُمۡ فَاَصۡبَحۡتُمۡ بِنِعۡمَتِهٖۤ اِخۡوَانًا‌ۚ وَّكُنۡتُمۡ عَلٰى شَفَا حُفۡرَةٍ مِّنَ النَّارِ فَاَنۡقَذَكُمۡ مِّنۡهَا‌ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَكُمۡ اٰيٰتِهٖ لَعَلَّكُمۡ تَهۡتَدُوۡنَ
তোমরা সবাই মিলে আল্লাহর রুজ্জু মজবুতভাবে আকঁড়ে ধরো এবং দলাদলি করো না৷ আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সে কথা স্মরণ রেখো৷ তোমরা ছিলে পরস্পরের শক্র ৷ তিনি তোমাদের হৃদয়গুলো জুড়ে দিয়েছেন৷ ফলে তাঁর অনুগ্রহ ও মেহেরবানীতে তোমরা ভাই ভাই হয়ে গেছো৷ তোমরা একটি অগ্নিকুণ্ডের কিনারে দাঁড়িয়ে ছিলে৷ আল্লাহ সেখান থেকে তোমাদের বাঁচিয়ে নিয়েছেন ৷ এভাবেই আল্লাহ তাঁর নির্দশনসমূহ তোমাদের সামনে সুস্পষ্ট করে তুলেন ৷ হয়তো এই নিদর্শনগুলোর মাধ্যমে তোমরা নিজেদের কল্যাণের সোজা সরল পথ দেখতে পাবে৷



 [সুরা ইমরান-১০৩]


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

Bangla reading problem visit:


Saturday, January 16, 2010

হাসি-তামাশায় মিথ্যা


السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
হাসি-তামাশায় মিথ্যা

বাহয ইবনে হাকীম (রা.) থেকে বর্ণিত;
রাসুলুল্লাহ (সা.) বলেছেন-
 ধ্বংস, বিফলতা সে ব্যক্তির জন্যে, যে লোকদের হাসাবার উদ্দেশ্যে মিথ্যা কথা বলে; তার জন্যে র‌য়েছে ধ্বংস, তার জন্য রয়েছে অমঙ্গল


[তিরমিযীরাহে আমল হাদীস -২৬০

be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

Thursday, January 14, 2010

শপথ শুধু আল্লাহর নামে


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
শপথ শুধু আল্লাহর নামে

আবু হুরায়রা (রা) বর্ণিত;
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,


তোমরা নিজেদের পিতা-মাতা অথবা দেবদেবীর নামে শপথ করো না; তোমরা কেবল আল্লাহর নামেই শপথ করবে; তোমরা আল্লাহর নামে কেবল সে বিষয়েই শপথ করবে যে সম্পর্কে তোমরা সত্যবাদী


[সুনান আবু দাঊদ হাদীস নং ৩২৪৮]





Wednesday, January 13, 2010

শিশুকে ওয়াদা করে তা না দেওয়া


السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
শিশুকে ওয়াদা করে তা না দেওয়া

আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রা.) থেকে বর্ণিত;

তিনি বলেন, কোন অবস্থাতেই মিথ্যা বলা ঠিক নয়; না স্বাভাবিক অবস্থায় আর না হাসি তামাসাচ্ছলে;


 আর নিজ সন্তানকে কিছু ওয়াদা করে তা না দেওয়া তোমাদের জন্য জায়েজ নয়
 
[আদাবুল মুফরাদরাহে আমল হাদীস -২৫৯

be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

Tuesday, January 12, 2010

ছোটদের সাথে মিথ্যা বলা (ছলনা করা)




السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
ছোটদের সাথে মিথ্যা বলা (ছলনা করা)

আব্দুল্লাহ ইবনে আমের (রা.) থেকে বর্ণিত;

তিনি বলেন, একদা আমার আম্মা আমাকে ডাকলেন- তখন রাসুলুল্লাহ (সা.) আমাদের বাড়ীতে মেহমান হিসাবে উপস্থিত ছিলেন; আম্মা বললেন, এদিকে এসো; আমি তোমাকে একটি জিনিষ দেবো; এ সময় রাসুলুল্লাহ (সা.) জিজ্ঞেস করলেন, তুমি তাকে কি দিতে চাও? আম্মা বললেন, আমি তাকে খেজুর দিতে চাই; রাসুলুল্লাহ (সা.) বললেন,
তুমি তাকে খেজুর দেবার জন্য ডেকে এনে যদি না দিতে তা’হলে তোমার আমলনামায় একটি মিথ্যা সংরক্ষণ হয়ে যেত
 
[আবু দাঊদ] রাহে আমল হাদীস -২৫৮

be Organized by Holy Islam
O.H.I
For More Visit: