কোন এক যুদ্ধে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতে লাগলেন, এমনকি সূর্য্য অস্তমিত হবার উপক্রম হলো; তখন তিনি উঠলেন এবং মুজাহিদদের উদ্দেশ্য করে এরশাদ করলেনঃ
হে লোক সকল! তোমরা শত্রুর সাথে যুদ্ধের আকাঙ্ক্ষা করো না; আল্লাহর কাছে নিরাপত্তার প্রার্থনা করো; কিন্তু যখন শত্রুর সন্মুখীন হয়ে পড়বে তখন ধৈর্য্য ও দৃঢ়তা প্রদর্শন করো এবং এই কথার উপর দৃঢ় বিশ্বাস রাখো যে, জান্নাত তরবারীর ছায়ার নীচে অবস্থিত;
হে আল্লাহ! কিতাব নাযিলকারী, মেঘ পরিচালনকারী এবং শত্রুদলসমুহকে পরাজয়দানকারী! তুমি শত্রুদের পরাজিত করো এবং তোমার সাহায্য দ্বারা তাদের উপর আমাদের বিজয় দান করো।
[বুখারী, মুসলিম]
এরপর আক্রমণ করা হয়, মুসলমানেরা বিজয় লাভ করে এবং শত্রু দল পরাজিত হয়
হে যারা ঈমান এনেছ, মদ ও জুয়া এবং প্রতিমাসমুহ ও ভাগ্য-নির্দেশক তীর-সমুহ একান্ত নাপাক কার্য-কলাপের অন্তর্ভুক্ত।সুতরাং তোমরা এগুলিকে বর্জন কর যেন তোমরা সফলকাম হতে পার।
শয়তান মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শুধু শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায় এবং তোমাদেরকে আল্লাহর যিকর ও সালাত হতে ফিরিয়ে রাখতে চায়। অতএব তোমরা কি নিবৃত্ত থাকবে?
সুতরাং তোমরা আল্লাহ ও রাসুলের আনুগত্য কর এবং সাবধান থাক। অত:পর, যদি তোমরা ফিরে যাও, তাহলে জেনে রাখ, আমাদের রাসুলের দায়িত্ব শুধু মাত্র সুপষ্টভাবে পয়গাম পৌছে দেয়া।
(আল-কুরআন;মায়েদা ৯১-৯৩)ল্লাহ বলেনঃকোন প্রাণী জানে না যে,আগামীকাল সে কি উপার্জ়ন করবে,না কেউ জানে তার মৃত্যূ
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
.
-আল্লাহলানত বর্ষণ করেছেন মদের ওপর, মদপান কারীর ওপর, মদ পরিবেশনকারীর ওপর, মদ বিক্রেতার ওপর, মদউৎপাদনও শোধনকারীর ওপর, মদউৎপাদনও শোধনের ব্যবস্থাপকের ওপর, মদ বহনকারীর ওপর এবং মদ যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয় তার ওপর।
-
-প্রত্যেকটি নেশাসৃষ্টিকারী জিনিস মদ এবং প্রত্যেকটি নেশাসৃষ্টিকারী জিনিস হারাম(নিষিদ্ধ)।
- যে কোন পানীয় নেশা সৃষ্টি করলে তা হারাম।
- আমি প্রত্যেকটি নেশা সৃষ্টিকারী জিনিস ব্যবহার করতে নিষেধ করছি।
-মদ-যা বুদ্ধিকে বিকৃত করে।
-মদ নিষিদ্ধ ঘোষনার পরকেউ কেউ এসেরাসুলুল্লাহ(সা:)জিজ্ঞেস করেন,এগুলোকে(মদ)ফেলে না দিয়ে আমরা ইহুদীদের উপহার দেই না কেন?জবাবেরাসুলুল্লাহ(সাঃ)বলেন,
.
"যিনি একে নিষিদ্ধ করেছেন তিনি একে উপহার হিসেবে দিতেও নিষিদ্ধ করেছেন।"
.
কেউ কেউ এসে বলেন,"আমরা মদকে সিরকায় পরিবর্তিত করে দেই না কেন?"তিনি একেও নিষিদ্ধ ঘোষণা করে নির্দেশ দেন:
"না,ওগুলো ঢেলে দাও।"
.
এক ব্যক্তি অত্যন্ত জোর দিয়ে জিজ্ঞেস করেন,ঔষধ হিসেবে ব্যবহারের নিশ্চয়ই অনুমতি আছে?
জবাব দেন,
"না, এটা ঔষধ নয় বরং রোগ।"
.
আর একজন অনুরোধ করেন,"হে আল্লাহর রাসুল! আমরা এমন এক এলাকা অধিবাসি যেখানে শীত খুব বেশী এবং আমাদের পরিশ্রমও অনেক বেশী করতে হয়। আমরা মদের সাহায্যে ক্লান্তি ও শীতের মোকাবিলা করি।"